বড় নখে নেইল আর্ট করতে ভালোবাসেন ফ্যাশনপ্রিয়রা। তবে অনেকের নখ একটু বড় হলেই ভেঙে যায়। আবার অনেক সময় নখ ধীরে বাড়ার কারণেও সাজানো হয়ে ওঠে না। নখের দ্রুত বৃদ্ধির জন্য নিতে হবে খানিকটা বাড়তি যত্ন। জেনে নিন কীভাবে নখ শক্ত হবে ও দ্রুত বাড়বে-
রসুন
রসুনের কোয়া কেটে প্রতিদিন ১০ মিনিট নখে ঘষুন। নখ শক্ত হবে এবং দ্রুত বাড়বে।
কমলার রস
কমলার রসের সঙ্গে ১ টেবিল চামচ ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি নখে লাগিয়ে রাখুন ৫ মিনিট। কমলার ভিটামিন সি নখের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।
অলিভ অয়েল
প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অলিভ অয়েল ঘষে নিন নখে। অলিভ অয়েলে থাকা ভিটামিন-ই নখে পুষ্টি যোগাবে ও শক্ত করবে নখ।
টমেটো
নখের দ্রুত বৃদ্ধির জন্য টমেটো স্লাইস করে কেটে নখে ঘষুন। টমাটোতে রয়েছে ভিটামিন-সি ও বায়োটিন। এ দুটি উপাদান নখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপেল সিডার ভিনেগার
১ টেবিল চামচ রসুন কুচির সঙ্গে ১ চা চামচ আপেল সিডার ভিনেগার মেশান। মিশ্রণটি নখে লাগিয়ে রাখুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ২ সপ্তাহের মধ্যেই বেড়ে উঠবে নখ।
নারিকেল তেল
নখে নারিকেল তেল ঘষুন নিয়মিত। দ্রুত বাড়বে নখ।