পোর্টাল বাংলাদেশ ডেস্কঃ
বলিউড সুপারস্টার শাহরুখ খান ৪০ কোটি ডলার সমমূল্যের (প্রায় তিন হাজার ৮০ কোটি টাকা) সম্পত্তির মালিক| ভারতে অতি ধনীদের ১৪১ জনের তালিকায় শাহরুখের স্থান ১১৪তম।
গত বৃহস্পতিবার প্রকাশিত হারুন ইন্ডিয়া রিচ লিস্টের দ্বিতীয় সংস্করণে ভারতের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশিত হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, ভারতের শীর্ষ ১০০ ধনীর মোট সম্পদের পরিমাণ আড়াই শ’ বিলিয়ন ডলার। গত বছরে এর পরিমাণ ছিল ২২১ বিলিয়ন ডলার।
প্রায় ১৯ বিলিয়ন সম্পত্তি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তারপরে আছে লন্ডন ভিত্তিক আর্সেলরমিত্তাল গ্রুপের প্রধান এলএন মিত্তাল। তার সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। ভারতের দ্বিতীয় বৃহত্তম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভির অবস্থান তৃতীয়। রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি সাত বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন। গত বছরের চেয়ে তার সম্পত্তি ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন বলছে, ভারতের ১৪১ জন ব্যক্তির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৩৯ কোটি ডলার বা তারও বেশি। তাদের বেশির ভাগই মুম্বাইয়ে থাকেন। আর অতি ধনীদের ৯ ভাগ থাকেন দুবাইয়ে|