Ajker Digonto
মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে আর্থিক প্রলোভন আইসিসির

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতা খেলার মাঠে টেনে আনা ভারত কোনোমতেই পাকিস্তান সফর করতে রাজি নয়। এমতাবস্থায় তারা হাইব্রিড মডেল প্রস্তাব করেছে, যার অর্থ ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়।

ভারতের এই দাবি যেন পাকিস্তান মেনে নেয়, সেজন্য দেনদরবার করছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দাবি মেনে নিলে পাকিস্তান বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিতেও একপায়ে খাড়া সংস্থাটি।

যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাবে না পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটি তখন নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজিত হবে।

যেহেতু পাকিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে, তাই তাদের আশা ছিল ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে। তবে ভারত আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পাকিস্তানে যেতে রাজি নয়।

এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকেই পড়েছে আইসিসি। কারণ ব্যবসায়িক কারণে ভারত এবং পাকিস্তান দুটি দেশই আইসিসির জন্য গুরুত্বপূর্ণ। এদের কোনো একটি দেশও যদি টুর্নামেন্টে অংশ না নেয়, তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।

এই ইস্যুতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আইসিসির নির্বাহী সভা ডাকা হয়েছে। সভার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন হতে পারে।

সর্বশেষ - বিনোদন