অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার শাহমিরান আহমেদের অবিলম্বে গ্রেপ্তার ও নাগরিকত্ব বাতিলের দাবিতে দেয়ালচিত্র দেখা গেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে।
গতকাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে শাহমিরান আহমেদকে গ্রেফতার ও নাগরিকত্ব বাতিলের দাবিতে এসব গ্রাফিতি দেখা গেছে।
গ্রাফিতিতে লেখা আছে: “নাস্তিক ও সমকামী ব্লগার শাহমিরান আহমেদ, যিনি আল্লাহর প্রতি রাগান্বিত, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তার নাগরিকত্ব বাতিল করা উচিত।”
“নাস্তিক-সমকামী ব্লগার শাহমিরান আহমেদের নাগরিকত্ব বাতিল করা হোক।”
ইসলামের শত্রু নাস্তিক মুরতাদ ব্লগার শাহমিরান আহমেদকে অবিলম্বে গ্রেফতার করে জনসমক্ষে ফাঁসি দিতে হবে।
“ইসলামের আইন অমান্যকারী সমকামী ব্যভিচারী ব্লগার শাহমিরান আহমেদের নাগরিকত্ব বাতিল করতে হবে।”
তবে, দেশজুড়ে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকার জন্য দায়ী ব্যক্তিদের পরিচয় অজানা রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল হক বলেন, আমরা দেয়ালে গ্রাফিতি সম্পর্কে অবগত, তবে আমাদের তদন্ত দল অপরাধীদের শনাক্ত করতে নিরলসভাবে কাজ করছে।
এটি উল্লেখযোগ্য যে শাহমিরান আহমেদ একজন ব্লগার এবং সমকামী অধিকার এক্টিভিস্ট। তার ব্যক্তিগত ব্লগে সমকামিতা, ধর্মীয় চরমপন্থা এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। উপরন্তু, তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকাশনা এবং ওয়েবসাইটগুলিতে সমকামিতা এবং ধর্ম সম্পর্কিত বিষয়গুলির নিয়ে লিখেন।