রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহর ও জেলায় সম্প্রতি দেয়ালে দেয়ালে ভেসে উঠেছে প্রবাসী নারীবাদী ব্লগার সৈয়দা মহসিনা ডালিয়া সম্পর্কে উসকানিমূলক দেয়াল লিখন। এসব দেয়ালে তাঁর গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে, যা ব্লগার ও মানবাধিকার আন্দোলনের কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তবে কে বা কারা এই লিখনগুলো লিখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একাধিক দেয়ালে দেখা গেছে এমন লেখা:
“প্রাণপ্রিয় নবী মুহাম্মদ ও ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনাকারী সৈয়দা মহসিনা ডালিয়া কে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে”
আরেকটি দেয়ালে লেখা ছিল:
“কুলাঙ্গার নাস্তিক ইসলামের শত্রু সৈয়দা মহসিনা ডালিয়া কে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও দিতে হবে।”
স্থানীয় সূত্র অনুযায়ী, সৈয়দা মহসিনা ডালিয়া বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে সমকামী অধিকার, নারী অধিকার, মানবাধিকার, ধর্মীয় মৌলবাদ এবং বাংলাদেশের সামাজিক ইস্যু নিয়ে লেখালেখি করছেন তাঁর ব্লগ, ম্যাগাজিন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। এসব লেখার কারণে তাঁর বিরুদ্ধে একাধিক ধর্ম অবমাননার মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।

 
                    














 
                                     
                                     
                                     
                                    








