Ajker Digonto
সোমবার , ২০ জুন ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

‘দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছি’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জুন ২০, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

নাটকের পাশাপাশি এখন সিনেমাতেও নিয়মিত অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। কাজের স্বীকৃতিস্বরূপ একের পর এক তার ঝুলিতে জমা হচ্ছে পুরস্কার ও সম্মাননা। ক’দিন আগে ভারত থেকে সম্মানিত হন এই অভিনেতা। সেই রেশ কাটতে না কাটতেই এবার আমেরিকার দুটি সংগঠন থেকে সম্মাননা পেলেন তিনি। সম্প্রতি পুরস্কারগুলো গ্রহণ করতে আমেরিকা ঘরে এলেন সজল। 

আমেরিকা যাওয়ার উদ্দেশ্য এবং পুরস্কার পাওয়া নিয়ে জানতে চাইলে সজল বলেন, ‘এবারের আমেরিকা সফর ছিল মূলত দুটি কারণে। প্রথমত, সেখান থেকে এবার দুটি পুরস্কার পেয়েছি, সেগুলো গ্রহণ করা। যার একটি হলো এনআরবি তারকা অ্যাওয়ার্ড। আমেরিকা প্রবাসী বাংলাদেশিরা এই সম্মাননাটি দিয়েছেন। অন্যটি হলো ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট (ইউএসএ)। এটি অরল্যান্ডডোর একটি সামাজিক সংগঠন থেকে দেওয়া হয়েছে।’

এছাড়া আমেরিকা যাওয়ার দ্বিতীয় কারণ হিসেবে সজল বলেন, ‘এই টুরের আরেকটি লক্ষ্য ছিল আমার বোন এবং সেখানে বাস করা আমার কাছের বন্ধু-বান্ধবদের সারপ্রাইজ দেওয়া। প্রতিবছর একবার করে হলেও আমেরিকা যেতাম। কিন্তু করোনার কারণে দীর্ঘ সময় যেতে পারিনি। তাই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে গিয়েছিলাম। বোন ৩ বছর আমাকে কাছে পেয়ে ওর কান্না থামছিলই না! এছাড়া আমার অনেক কাছের বন্ধু মিলা হোসেন সব সময়ের মতো এবারও এয়ারপোর্টে আমাকে রিসিভ করল। এমনকি সেখানে আমার সব কাজে ওকে সাথে নিয়েই গিয়েছি। পাশাপাশি রুমানা, হিল্লোল, নওশীন, বন্যা আপা, মোনালিসা, শামীম শাহেদসহ অনেকের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। সব মিলিয়ে দারুণ কিছু সময় কাটিয়েছি। তবে মনে হলো সময়টা কম ছিল।’

এর বাইরে এবারের ট্যুরে আমেরিকার বেশ কয়েকটি বিখ্যাত স্থানে ঘুরে বেরিয়েছেন সজল। সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো সময় কেটেছে ফ্লোরিডায় অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওতে। জনপ্রিয় সব মুভির আলাদা আলাদা স্টুডিও তৈরি করা হয়েছে সেখানে। যার প্রায় সবগুলোই দেখা হয়েছে। বলতে পারেন, দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’ এছাড়া বেশিরভাগ সময় তারকা দেশের বাইরে যান নতুন কাজের উদ্দেশ্যে।

 

সর্বশেষ - বিনোদন