বলিউডের তিন দশকের দীর্ঘ পথচলায় শাহরুখ খান নিজেকে কেবল একজন সফল অভিনেতা হিসেবেই
নয়, বরং এক অনন্য ব্যক্তিত্ব ও বুদ্ধিবৃত্তিক প্রতীকে পরিণত করেছেন। রোমান্টিক নায়ক
থেকে শুরু করে জটিল ও ধূসর চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় প্রতিভার পাশাপাশি ক্ষুরধার
মেধা ও রসবোধ তাঁকে বিশেষ উচ্চতা দান করেছে। সমসাময়িক রাজনীতি ও চলচ্চিত্র জগতের
আচরণগত পার্থক্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত সূক্ষ্ম এক পর্যবেক্ষণ
তুলে ধরেন। জনৈক প্রভাবশালী রাজনীতিবিদের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন,
‘রাজনীতিবিদ আর চলচ্চিত্রজগতের মানুষ প্রায় একই রকম, পার্থক্য শুধু এক জায়গায়।
রাজনীতিবিদদের মতবিরোধ থাকলেও প্রকাশ্যে তারা একে অপরকে জড়িয়ে ধরেন, হাসিমুখে
পাশাপাশি দাঁড়ান। আর চলচ্চিত্র জগতে ঠিক উল্টো। প্রকাশ্যে ঝগড়া বা মতবিরোধ দেখা
গেলেও ব্যক্তিগতভাবে সম্পর্ক বেশ ভালো থাকে। কিন্তু সেটা থাকে গোপন। ভক্তরা মনে করে
তারকারা বুঝি একে অন্যের জন্মের শত্রু। কিন্তু ভেতরে ভেতরে তারা গভীর সম্পর্কে
থাকেন।’
শাহরুখের এই মন্তব্যে হাস্যরস থাকলেও তা মূলত বিনোদন ও রাজনীতি—এই দুই প্রভাবশালী
মাধ্যমের বাহ্যিক আবরণ এবং অভ্যন্তরীণ বাস্তবতার এক গভীর সত্যকে ফুটিয়ে তোলে।
জনমানসে তারকাদের পারস্পরিক শত্রুতার যে ধারণা প্রচলিত রয়েছে, পর্দার অন্তরালের
চিত্রটি যে তার ঠিক বিপরীত, তা তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে স্পষ্ট করেছেন। এই
তীক্ষ্ণ ধীশক্তি ও স্পষ্টবাদিতার কারণেই ভক্তদের কাছে তিনি কেবল ‘কিং অফ বলিউড’ নন,
বরং ব্যক্তিত্বের এক অনন্য উদাহরণ হিসেবে সমাদৃত। অভিনয়ের জগতেও তিনি বর্তমানে সমান
সক্রিয় এবং ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া তাঁর বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এর জন্য
নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানকে একটি বিশেষ লুকে দেখা যাবে, যেখানে
নিজের অভিনীত চরিত্রটিকে তিনি ‘খুব ডার্ক’ হিসেবে বর্ণনা করেছেন। রেড চিলিজ
এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রে তাঁর সাথে আরও অভিনয়
করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখোপাধ্যায়ের মতো শক্তিশালী
একঝাঁক তারকা। জীবন ও জগতের নানা সমীকরণকে সহজ ও গভীর অর্থে প্রকাশের ক্ষমতা
শাহরুখকে সমকালীন বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
পরিপক্ব অভিনয় আর বুদ্ধদীপ্ত কথোপকথনের সমন্বয়ে তিনি এখনো বিশ্বজুড়ে কোটি ভক্তের
হৃদয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।























