লা লিগায় আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হোঁচট খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে
দাঁড়িয়েছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০
গোলের দাপুটে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। রবিবার রাতে অনুষ্ঠিত এই জয়ে
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে আবারও লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার
করল কাতালান ক্লাবটি। ম্যাচে দানি ওলমো ও রাফিনহা গোল পেলেও ১৮ বছর বয়সী তরুণ
তুর্কি লামিনে ইয়ামালের চোখ ধাঁধানো একটি গোল ছিল ম্যাচের মূল আকর্ষণ।
ম্যাচের প্রথমার্ধটা অবশ্য বার্সেলোনার জন্য মোটেও সহজ ছিল না। সেপ্টেম্বর থেকে
জয়ের দেখা না পাওয়া ওভিয়েদো প্রথম ৪৫ মিনিট স্বাগতিকদের ভালোই পরীক্ষা নেয়।
ওভিয়েদোর ইলিয়াস চাইরা ও হাইসেম হাসান বার্সা গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে কয়েকবার
কঠিন পরীক্ষার মুখে ফেলেন। প্রথমার্ধে বার্সেলোনার আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ;
যোগ করা সময়ে রাফিনহার একটি শট ছাড়া প্রতিপক্ষ গোলরক্ষক অ্যারন এসকান্দেলকে তেমন
কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা।
তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ডেডলক ভাঙেন
দানি ওলমো। লামিনে ইয়ামালের চাপে ওভিয়েদোর কোয়াসি সিবো বল ক্লিয়ার করতে গিয়ে ভুল
করে ওলমোর পায়ে তুলে দেন। ১৬ গজ দূর থেকে কোণাকুণি শটে বল জালে জড়িয়ে বার্সাকে লিড
এনে দেন ওলমো। এর মাত্র পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ছন্দে থাকা রাফিনহা।
ওভিয়েদো ডিফেন্ডার ডেভিড কোস্টাসের অত্যন্ত দুর্বল একটি ব্যাকপাসের সুযোগ নিয়ে
গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমৎকার চিপ শটে স্কোরলাইন ২-০ করেন এই ব্রাজিলিয়ান
তারকা।
ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৭৩তম মিনিটে। দানি ওলমোর ক্রস পেনাল্টি এরিয়ার প্রান্তে
পেয়ে অ্যাক্রোবেটিক শটে বল জালে জড়ান লামিনে ইয়ামাল। গোলরক্ষক এসকান্দেলকে পরাস্ত
করে দূরের পোস্ট দিয়ে জালে জড়ানো এই গোলটি দর্শকদের মুগ্ধ করে। বড়দিনের পর এটি ছিল
ইয়ামালের দ্বিতীয় গোল। রবার্ট লেভানডোভস্কি ও ওলমো আরও কিছু সুযোগ পেলেও ব্যবধান আর
বাড়েনি।
এই জয়ের ফলে লিগ টেবিলে নিজেদের আধিপত্য বজায় রাখল বার্সেলোনা। গতকাল রিয়াল মাদ্রিদ
তাদের ম্যাচে জিতে ৫১ পয়েন্ট নিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠেছিল। তবে ২৪ ঘণ্টা না
পেরোতেই ৩-০ গোলের এই জয়ে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে নিজেদের হারানো সিংহাসন
পুনরুদ্ধার করল বার্সা। হ্যান্সি ফ্লিকের দল এখন রিয়ালের চেয়ে এক পয়েন্ট ব্যবধানে
এগিয়ে থেকে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল।

























