নেপালের কীর্তিপুরে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রায় আরও একটি বড়
জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে ৯০
রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা ষষ্ঠ জয় উদযাপন করেছে নিগার সুলতানা
জ্যোতির দল।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকে
টাইগ্রেসরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১৯১ রানের এক বিশাল পাহাড় দাঁড়
করায়। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ২৮ বলে ৩৯ রান এবং জোয়াইরিয়া ফেরদৌস ২২ বলে ২২
রান করে দলকে শক্ত ভিত এনে দেন। তিন নম্বরে নামা শারমিন আক্তার ১০ বলে ১৫ রান করে
প্যাভিলিয়নে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা
মোস্তারি।
অধিনায়ক ও মোস্তারির অনবদ্য ১০০ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের পথ সুগম হয়।
সোবহানা মোস্তারি মাত্র ২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ রানের ঝড়ো ইনিংস
খেলে ফিফটির দোরগোড়া থেকে বিদায় নিলেও অবিচল ছিলেন নিগার সুলতানা। তিনি ৩৫ বলে ৫টি
চার ও ৩টি ছক্কার মারে ৫৬ রান করে অপরাজিত থাকেন। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে স্কটল্যান্ড।
মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে তারা জয়ের লড়াই থেকে ছিটকে যায়। স্কটিশদের পক্ষে পিপা
স্প্রাউল ২৩ বলে অপরাজিত ২৭ রান করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত
নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০১ রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড।
বাংলাদেশের বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন মারুফা আক্তার, যিনি ২৫ রান খরচায়
৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া স্বর্ণা আক্তার ১৩ রান দিয়ে শিকার করেন ২ টি
উইকেট। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে বাছাইপর্বে
নিজেদের শীর্ষস্থান আরও সুসংহত করল লাল-সবুজের প্রতিনিধিরা। উল্লেখ্য যে, টানা পাঁচ
জয়ের মাধ্যমেই বাংলাদেশ নারী দল ইতিমধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ
নিশ্চিত করে রেখেছে। আজকের এই জয় দলের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিল।

























