রাজ্জাক মন্ডল, কুষ্টিয়া।
ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০১৩।
ঈদের আনন্দে মেতে উঠেছে সমগ্র দেশর মানুষ। এমন উৎসব আর পারস্পরিক মিলবন্ধনে দেশের উন্নয়নে এগিয়ে আসবে এদেশের জনগণ। এর মাধ্যমে এ দেশের উন্নয়ন সম্ভব। ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০১৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউপির চেয়ারম্যান কামারুল আরেফিন এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পোর্টাল বাংলাদেশ ডটকম এর নির্বাহী সম্পাদক রাব্বুল ইসলাম খান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, সদরপুর ইউপির সদস্য তাইজাল হোসেন, সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাজেদুর আলম বাচ্চু ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ। এসময় পোর্টাল বাংলাদেশ ডটকম এর নির্বাহী সম্পাদক রাব্বুল ইসলাম খান বলেন, সত্য যত কঠিনই হোক না কেন তা তুলে ধরা সংবাদ কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের বর্তমান সময়ে সংবাদমাধ্যমের উপর নির্ভর করছে সর্বশ্রেণীর মানুষ। তারা জীবনের ঝুকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ্য সংবাদ তুলে ধরছে।
১৭ অক্টোবর সন্ধ্যায় সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ সাদেক স্মৃতি পাঠাগার ও সুপ্রভাত সাহিত্য পরিষদ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি নাচ, গান, কৌতুক ও নাটক পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।