Ajker Digonto
শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ২৫, ২০১৩ ১০:২২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

কাঞ্চন কুমার, কুষ্টিয়া।

নির্দর্লীয় তত্বাবধায়ক সরকারের দাবীতে এবং মিছিল ও সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, ১৮দলীয় ঐক্য জোটের জেলার আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জামায়াতের জেলা সিনিয়র নায়েবে আমীর মুহা. ফরহাদ হুসাইন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক, জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল হাসেম, খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল। সমাবেশে বক্তারা বলেন, মহাজোট সরকারের ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এ সরকার যতই মুখে গণতন্ত্রের কথা বলুক না কেন বাস্তবে তাদের কাছে গণতন্ত্র নেয়। এ সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের উপর যতই জেল, জুলুম আর অত্যাচার হোক না কেন স্বৈরচারী সরকারের পতন হবেই। এ সরকার দেশের মানুষ শান্তিতে থাক সেটা চায় না। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত