পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের মধ্যে ফোনালাপ হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহার করে রোববার সন্ধ্যা ৭ টায় গণভবনে আমন্ত্রণ জানান খালেদা জিয়াকে।
বিরোধী দলীয় নেত্রীর প্রতিক্রিয়ার ব্যাপারে তাঁর প্রেস সচিব মারুফ কামাল খান জানান, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দলীয় নিরপে সরকারের ব্যাপারে নীতিগতভাবে একমত হন তাহলে ২৯ অক্টোবর সন্ধ্যার পর যে কোনো সময় আলোচনায় বসবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। ১৮ দলের ঘোষিত হরতাল বহাল থাকবে বলেও জানান তিনি।