পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
গতকাল ২৮-১০-২০১৩ তারিখ সোমবার সন্ধ্যা ৭ টায় ঢাকা মহানগর কার্য্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়, বাংলাদেশ কল্যাণ পার্টির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব এম আমিনুর রহমান বলেন, সংলাপ এর মাধ্যমেই সকল সমস্যার সমাধান সম্ভব। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গনতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যে দুই নেত্রীকেই যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও অতিদ্রুত আলোচনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের আহ্বান জানান।
ঢাকা মহানগর সভাপতি নুরুল কবির পিন্টুর সভাপতিত্বে উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক আল-আমিন ভুইয়া রিপন, ঢাকা মহানগর সাধারন সম্পাদক সোহেল মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

 
                                            















 
                                     
                                     
                                     
                                    





