ব্যালন ডি’অর জয়ের পর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সময়টা খুবই খারাপ যাচ্ছে। পুরস্কার পাওয়ার পর দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার আরও বড় ধরনের দুঃসংবাদ পেলেন পিএসজির এই তারকা ফুটবলার।
স্পেনের কাতালুনিয়া শহরে তার ২৬ মিলিয়ন পাউন্ডের (৩০০ কোটি টাকা) হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত। স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়ালের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য সান।
মিম সিটগেস নামের ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ার কারণেই এমন নির্দেশ দিয়েছেন আদালত। স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে। তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

 
                                            














 
                                     
                                     
                                     
                                    






