খালদা জিয়ার মুক্তির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার জন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনদের হত্যার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, ফিলিস্তিনদের গুলি মারা হলে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানালেও বিএনপি জামায়াতের পক্ষ থেকে একটি কথাও বলা হয়নি। মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারে না।
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আপনারা এদের চিনে রাখুন। যারা ইসলামের নামে ভোট নিতে পারে কিন্তু মুসলমানের বিপদে প্রতিবাদ জানাতে পারে না। প্রতিবাদ জানাতে মুসলিম হওয়ার প্রয়োজন নেই মানুষ হওয়ার প্রয়োজন।
তিনি আরো বলেন, ২০১৪ সালের মতো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ ১৪ সালের চেয়ে শেখ হাসিনার হাত এখন অনেক শক্তশালী। এখন তিনি জাতীয় নেত্রী নয়, তিনি এখন বিশ্ব নেত্রী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।