চট্টগ্রাম বিশ্বিদ্যালয় ছাত্রলীগের ২ পক্ষের চলমান বিরোধের জের ধরে, সংঘটনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ছাত্রলীগের ৩ নেতাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।জানা যায়, বিশ্বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের ২ টি অংশের মধ্যে একের পর এক সংঘর্ষ হচ্ছে। ছাত্রলীগের বিবাদমান ২ পক্ষের একটি হচ্ছে ভি.এক্স যারা ক্যম্পাসে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আর অপর পক্ষে রয়েছে বিশ্বিদ্যালয় ছাত্রলীগের অন্যসব উপগ্রূপ ।
দীর্ঘ দিনের বিবাদের সূত্রধরে ২৮ সেপ্টম্বর গভীর রাতে শাহজালাল হলে ২ পক্ষের মধ্যে তুমুল সংঘৰ্ষ শুরু হয়। সংঘর্ষে মুহুর্মুহু গুলি এবং হাত বোমার শব্দ শুনা যায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়। উক্ত সংর্ষের পর বুধবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ৩ জনকে বহিস্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন কিশোর দশ, সাব্বির হান্নানা এবং বায়েজিদ সজল। এদিকে আর ও জানা যায় উক্ত সংঘর্ষের ফলস্বরূপ হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়।