Ajker Digonto
বুধবার , ২০ জানুয়ারি ২০১৬ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

লেনদেন আবারও ৭শ’ কোটি টাকা

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ২০, ২০১৬ ৪:৫০ অপরাহ্ণ
লেনদেন আবারও ৭শ’ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দ্বিতীয় দিনের মতো সূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হলো উভয় বাজারেই। আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উত্থানে লেনদেন শুরু হওয়ায় সকাল থেকেই লেনদেনও বাড়তে থাকে। গত তিনদিন ধরে বস্ত্র খাতের কোম্পানিগুলোর দর বাড়ার সঙ্গে চাহিদা বাড়লেও মঙ্গলবারে খাতটির বেশিরভাগ কোম্পানিরই দর কমেছে। তবে দিনটিতে সূচক বাড়লেও কমছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। মঙ্গলবারে বীমা, জ্বালানি-বিদ্যুত এবং সিমেন্ট খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল। সার্বিকভাবে সব খাতের প্রতি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে ডিএসইর লেনদেন আবারও ৭শ’ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের বৃদ্ধি দিয়ে শুরুর পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর। টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭২০ কোটি ৭২ লাখ ৩২ হাজার টাকা। গত সোমবার ডিএসইর সার্বিক সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৩ পয়েন্টে। আর ওইদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০০ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার টাকা বা ১৬.২৯ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ এমারেল্ড অয়েল, ইউনাইটেড পাওয়ার, অলটেক্স, বিডি থাই, আইটিসি, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, সি এ্যান্ড এ টেক্সটাইল, কাসেম ড্রাইসেল ও ইউনাইটেড এয়ার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, কাসেম ড্রাইসেল, লেকচার মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ড্রাস্টিজ, মুন্নু সিরামিক, এ্যাপেক্স স্পিনিং, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, ফার্মা এইড ও সামিট পোর্ট এ্যালায়েন্স। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। যা টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৮ কোটি ৮৭ লাখ ৬২ হাজার টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আইটিসি, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, সি এ্যান্ড এ টেক্সটাইল, অলটেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত, রিজেন্ট টেক্সটাইল, এমারেল্ড অয়েল ও সামিট পোর্ট এ্যালায়েন্স।

সর্বশেষ - বিনোদন