Ajker Digonto
বুধবার , ২০ জানুয়ারি ২০১৬ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সিঙ্গাপুরে বসেই বাংলাদেশে জঙ্গি হামলার পরিকল্পনা!

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ২০, ২০১৬ ৬:১২ অপরাহ্ণ

সিঙ্গাপুরে আটক ২৭ বাংলাদেশি নাগরিক জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে  জানিয়েছেন সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান। আটককৃতদের মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। আর সিঙ্গাপুরের সংবাদমাধ্যম বলছে, তারা সেখানে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা করছিলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এর খবরে বলা হয়, জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুগত ২৭ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে তাঁদের আটক করা। ওই সংবাদমাধ্যমের দাবি, এদের মধ্যে ২৬ জন একটি চরমপন্থাভিত্তিক পাঠচক্র চালাতো। তারা নির্মাণশিল্পে কাজ করতেন। তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

আটককৃত অপরজন ওই পাঠচক্রের সদস্য না হলেও তার কাছে চরমপন্থায় জড়িত থাকার আলামত পাওয়া গেছে। তিনি অবৈধ অনুপ্রবেশের দায়ে সিঙ্গাপুরের কারাগারে রয়েছেন। সাজার মেয়াদ শেষ হলে তাকে দেশে ফেরত পাঠানো হবে।

নিউজ এশিয়ার খবরে বলা হয়েছে, ওই ২৬ বাংলাদেশি নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে পাঠচক্র চালাতো। সেখানে তারা চরমপন্থী ধারণা ও মতামত নিয়ে আলাপ-আলোচনা করতো। এ সংক্রান্ত বিভিন্ন বইপত্রও বিনিময় করতো তারা। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ এশিয়ার খবরে বলা হয়, সদস্য সংখ্যা বাড়ানোর জন্য তারা সিঙ্গাপুরে থাকা বাংলাদেশি জাতীয়তার লোকজনকে প্রভাবিত করার চেষ্টাও করছিলো।

সিঙ্গাপুরের তদন্ত সূত্রের বরাতে নিউজ এশিয়া জানিয়েছে, ওই ২৬ জনের অনেকেই মধ্যপ্রাচ্যে গিয়ে জেহাদি কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বপ্ন দেখতেন। একইসঙ্গে তাদের ইচ্ছে ছিলো, বাংলাদেশে ফিরে এসে সরকারের বিরুদ্ধে সশস্ত্র জেহাদি কর্মকাণ্ডে অংশ নেয়া। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ এশিয়া জানায়,  ইসলামিক দল ও নেতাদের ওপর বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশ সরকারের ওপর ক্ষোভও প্রকাশ করেন আটকৃতরা।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে স্ট্রেইট টাইমস জানিয়েছে, ইসলামিক গ্রুপটির সদস্যরা লুকিয়ে থাকার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সমর্থ হয়নি। ২৭ বাংলাদেশির অনেকে ধর্মের কারণে একটি বিশ্বাসের অনুসারী হওয়ার কথা স্বীকার করেছেন। তাদের কাছে বিভিন্ন জেহাদি সরঞ্জাম পাওয়া গেছে।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, গত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ওই দেশের বিভিন্নস্থান থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এর কয়েকদিন পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তিনি বলেন, ‘যতদূর জানা যায় তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। দেশে ফেরার পর এই ২৬ জনের মধ্যে ১৪ জনকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। সিঙ্গাপুর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, তারা সিঙ্গাপুরে কোনো নাশকতা চালানোর পরিকল্পনা করেনি। সেখানে থেকে বাংলাদেশে নাশকতা চালানোর পরিকল্পনা করছিলো বলে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানতে পেরেছেন।’

মাহবুব উজ জামান  জানান, দীর্ঘদিন থেকে তারা নজরদারিতে ছিলেন। তারপর তাদের গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে এর বেশি কিছু আমাদের জানাননি। এছাড়া অপর এক  বাংলাদেশিকে একই কারণে গ্রেফতার করা হলেও সেখানকার একটি মামলায় সাজা হওয়ায় তাকে ফেরত পাঠানো হয়নি। সাজা শেষ হলে তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা কামাল বলেছেন, ‘সবই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানার কথা নয়।’ তিনি জানিয়েছেন, এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে কোন তথ্য নেই। এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: স্ট্রেইট টাইমস, নিউজ এশিয়া

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
পাকিস্তানের সীমান্তে ভারত-রাশিয়া যৌথ সামরিক মহড়া
বেবি পাউডারে ক্যান্সারজনিত উপাদান: জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
গাজায় ইসরায়েলি হামলায় শিশুর মৃত্যু ছাড়াল ২০ হাজার
রসায়নে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সাপ কামড়ে সাপুড়ের মৃত্যু

গোলের নেশায় হালান্দের জোয়ার

নির্বাচনের অপেক্ষায় দেশের ও বিদেশি বিনিয়োগকারী: আমীর খসরু

বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই: ইসি মাহবুব

বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই: ইসি মাহবুব

অর্থনীতিতে সৌদি আরব ও বাংলাদেশ পারস্পরিক পরিপূরক হতে পারে: গভর্নর

তুরস্ক-সিরিয়ায় থামছে না মৃত্যুমিছিল, নিহত ছাড়ালো ১৯ হাজার

তুরস্ক-সিরিয়ায় থামছে না মৃত্যুমিছিল, নিহত ছাড়ালো ১৯ হাজার

ইভ্যালিকাণ্ড: জামিন পেলেন তাহসান

ইভ্যালিকাণ্ড: জামিন পেলেন তাহসান

বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

বাজেট অধিবেশন শুরু আগামীকাল