Ajker Digonto
শুক্রবার , ৮ জুন ২০১৮ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

কম্পিউটারের দাম বাড়বে

প্রতিবেদক
Staff Reporter
জুন ৮, ২০১৮ ১১:১২ পূর্বাহ্ণ

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কম্পিউটার (পিসি ও ল্যাপটপ) আমদানির ওপর ৫ শতাংশ এটিভি (অ্যাডভান্স ট্রেড ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কম্পিউটার ব্যবসায়ীরা বলছেন, ৫ শতাংশ এটিভি আরোপ হলে দেশের বাজারে কম্পিউটারের দাম বাড়বে।
সংশ্লিষ্টরা আরও বলছেন, অর্থমন্ত্রীর এই ঘোষণায় প্রযুক্তিপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়বে। এই সিদ্ধান্ত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে অন্তরায় হিসেবে কাজ করবে।

এ ব্যাপারে দেশের কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভালো নেই। ৫ শতাংশ এটিভি আরোপ কোনও যৌক্তিক সিদ্ধান্ত নয়।’ তিনি আরও বলেন, ‘সাপ্লাই ও খুচরা পর্যায়ে কম্পিউটার ও ল্যাপটপ বিক্রিতে যথাক্রমে ৫ শতাংশ করে ভ্যাট আরোপ করা হয়েছে। শনিবার বিকালে আমরা আমাদের সদস্যদের সমিতি অফিসে ডেকেছি। রবিবার সংবাদ সম্মেলন করে আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

সর্বশেষ - অন্যান্য