আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। দলে তার জায়াগা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন দেশটির সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। শোয়েব মালিক দলে থাকলে অধিনায়ক বাবর আজম মাঠে সহায়তা পেতেন বলে মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে আফ্রিদি বলেন, ‘তিনি (শোয়েব মালিক) বিশ্বজুড়ে ক্রিকেট খেলছে এবং সব জায়গায় ভালো করেছেন। তিনি প্রতিটা ফ্র্যাঞ্চাইজির কাছে শীর্ষ পছন্দের একজন। তিনি এখনও ফিট। মালিক যদি দলে থাকতো, তাহলে বাবর অনেক সহায়তা পেত। এমনকি বেঞ্চে থাকলেও দলের উপকার হতো। দলে তাকে না রাখতে চাইলে নির্বাচকদের পরিকল্পনাটা তাকে জানানো প্রয়োজন ছিল’।
এশিয়া কাপের ফাইনালে হারের পর শোয়েব মালিক টুইটারে লিখেছিলেন, ‘আমরা কবে বন্ধুত্ব, পছন্দ-অপছন্দের সংস্কৃতি থেকে বের হতে পারবো?’
শোয়েবের এমন টুইট সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি এই ধরনের টুইট করা উচিত হয়নি। দল ঘোষণা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হতো। আমি মনে করি সে দলে থাকার মতো যোগ্যতা রাখে।’