আর কিছু দিন পরেই কাতারে পর্দা ওঠবে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপের ম্যাচ মাঠে গড়াতে বাকী আর মাত্র ৪ দিন। বিশ্বকাপকে সামনে কাতারে আসতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। শুধু তাই নয় বিশ্বকাপকে ঘিরে অনেক পর্যটকও আসতে শুরু করেছে। প্রায় ২০ লক্ষ্য মানুষের সমাগম হবে দেশটিতে। আর এই বিশ্বকাপ চলাকালীন সময়ে কাতারে হামলার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জঙ্গি হামলার আশঙ্কা জানিয়েছে।
টেলিগ্রাম মাধ্যমে আদান প্রদান হওয়া বার্তায় বলা হয়েছে, পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে গোল করো। গোল ফাঁকা আছে।
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে দু’টি ‘ইনফোগ্রাফিক্স’ও ছড়িয়ে পড়েছে। তার একটায় রয়েছে যারা জোটবদ্ধভাবে আইএস’কে হারানোর ডাক দিয়েছে সেইসব দেশের নাম। আর দ্বিতীয়টায় রয়েছে, কাতার বিশ্বকাপে অংশ নেয়া সব কয়েকটি দলের নাম।