বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের সুযোগ না দিয়ে নিজেরাই ব্যাটিং করে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই পক্ষ। প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।
আজ চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন। এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সফরকারীদের অল্প রানের মধ্যে অলআউট করতে হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি। সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্দিমাল প্রতিরোধে গড়ে তোলেন।
প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে কেবল তাইজুল ইসলামের দুই উইকেট শিকার। এর আগে গতকাল চতুর্থ দিনের শেষ বিকালেও বাংলাদেশের সফল বোলার ছিলেন তাইজুল। দুটি উইকেটই তার শিকার। এর মধ্যে একটি রানআউট। এই ইনিংসে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে ১৯৯ রান করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড গেছে নাঈম ইসলামের হাতে, প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে বাংলাদেশি স্পিনার নেন ৬ উইকেট।

 
                    














 
                                     
                                     
                                     
                                    

 
                                            

