Ajker Digonto
রবিবার , ১ জানুয়ারি ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. অর্থনীতি
 4. আইন- আদালত
 5. আইন-আদালত
 6. আন্তর্জাতিক
 7. আলোচিত মামলা
 8. খুলনা
 9. খেলা
 10. খেলাধুলা
 11. চট্টগ্রাম
 12. চট্টগ্রাম বিভাগ
 13. জাতীয়
 14. ঢাকা
 15. তথ্য প্রযুক্তি

১৬ নাম্বার জার্সিতে মাঠে নামবেন জাহারা মিতু

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ১, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী অভিনেত্রী জাহারা মিতু। ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমা যুক্ত হলেও এরইমধ্যে জুটি বেঁধেছেন এপারের সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন নারী ক্রিকেটার গল্পে ‘জার্সি নম্বর ১৬’ নামে একটি সিনেমায়। এটি নির্মাণের দায়িত্বে রয়েছেন তারিক মুহাম্মদ হাসান।

সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন আবু হুরায়রা তানভীর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জাহারা মিতু নিজেই। মিতু বলেন, ‘গল্পটি গড়ে উঠেছে মূলত প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রাম ঘিরে।’

তিনি আরও বলেন, সিনেমাটির চলতি মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমার অসুস্থতার কারণে সামনের মাস থেকে শুটিং শুরু হবে। এই সিনেমার শুরু হবে প্রত্যন্ত অঞ্চলে। সেভাবে প্রস্তুতি নিচ্ছি কয়েক মাস ধরে। আশা করছি পর্দায় ভালো একটা সিনেমা দেখবেন।

বর্তমান সময়ে দর্শকের মাঝে হলমুখী হওয়ার প্রবণতা ফিরে এসেছে। ‘জার্সি নাম্বার ১৬’ এই ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেন মিতু। সেই সঙ্গে বলেন, ‘শুধু এই সিনেমা নয়, আমি মনে করি আমার অভিনীত সবগুলো সিনেমাই দর্শক ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।’

এই আত্মবিশ্বাসের কারণ জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি কিন্তু গণহারে সিনেমায় যুক্ত হই না। সবসময় চেষ্টা করি বেছে বেছে কাজ করার। চেষ্টা থাকে একটি চরিত্র থেকে অন্য আরেকটি চরিত্রে ভিন্নতা আনার। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে সবসময় গল্প প্রাধান্য দেই। যেমন এই ছবির ক্ষেত্রে আমি কিন্তু জানতে চাইনি, আমার সহশিল্পী কে। চরিত্র ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছি।’

সর্বশেষ - অন্যান্য