Ajker Digonto
শুক্রবার , ২৭ মে ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

লন্ডনে শেখ হাসিনাকে মোকাবিলা করার ঘোষণা যুক্তরাজ্য বিএনপির

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ২৭, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেছেন, তিনি (প্রধানমন্ত্রী) লন্ডনে এলে তাকে সুস্থভাবে দেশে ফিরে যেতে দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কটূক্তি’ করার প্রতিবাদে সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এ কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে লন্ডন বাংলা প্রেসক্লাবের অফিসে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়সর এম আহমদ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ। চার পৃষ্ঠার একটি প্রেস বিজ্ঞপ্তি উপস্থিত সাংবাদিকদের পড়ে শোনান কয়সর এম আহমদ। পরে তার বক্তব্যের ওপর নানা প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের বিডিনিউজ২৪ এর যুক্তরাজ্য প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট নাহাস পাশা, সাপ্তাহিক দেশ’র সম্পাদক ও প্রেসক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ, এটিএন ইউকে’র হেড অব নিউজ মোস্তাক বাবুল, সাপ্তাহিক সুরমার নিউজ এডিটর কাইয়ুম আব্দুল্লাহ, প্রেসক্লাবের ইভেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, দৈনিক বর্তমান সময়ের বিশেষ প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাজমূল হোসেন, আইটি সেক্রেটারি আব্দুল হান্নান, নির্বাহী সদস্য সরওয়ার হোসেন, দৈনিক জালালাবাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ জাহেদী ক্যারল, ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মাহবুব আলী খানশূর, স্বদেশ বিদেশ পত্রিকার সম্পাদক বাতিরুল হক সরদার, আইওন টেলিভিশনের নিউজ এডিটর হেফাজুল করিম রাকিব, ক্যামেরা পারসন পিনাক আহমেদ, বিশ্ব বাংলার সম্পাদক শাহ বেলাল প্রমুখ।

এতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া সলিসিটার ইকরামুল হক মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমানও প্রশ্নের উত্তর দেন।

এক প্রশ্নের জবাবে কয়সর এম আহমেদ বলেন, আমরা আন্দোলনের বিষয়ে কতটা সিরিয়াস আপনার দেখবেন। আমরা শুরু করেছি মাত্র। আগামী সপ্তাহ থেকে আপনারা দেখবেন আন্দোলন কাকে বলে। এই শেখ হাসিনা লন্ডনে আগেও এসেছিলেন এবং ফিরেও গেছেন। ফিরে গিয়ে মিডিয়ার মাধ্যমে বলেছেন, তিনি ভবিষ্যতে আর লন্ডনে আসার দুঃসাহস করবেন না। যদি তিনি লন্ডনে আসার পরিকল্পনা করেন তবে আমরা আপনাদের মাধ্যমে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাই, কোনো অবস্থাতে সুস্থ অবস্থায় উনি লন্ডন থেকে ফিরবেন না। এটা রাজনৈতিকভাবে যুক্তরাজ্য বিএনপি করবে। উনি চিন্তাই করতে পারবেন না আমার কীভাবে মোকাবিলা করব। আমরা অবশ্যই তাকে মোকাবিলা করব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, এমডি এনামুল হক, তাজুল ইসলাম, সলিসিটার ইকরামুল হক মজুমদার, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, আজমল হোসেন চৌধুরী জাবেদ, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সর্বোচ্চ অগ্রাধিকার খাত সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন

ঝামেলা ছিল বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি: পূর্ণিমা

কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প

নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেলব্যান্ড রাউটার, বাধ্যতামূলক ডুয়াল বা ট্রাইব্যান্ড

নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

৮০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী ভারতীয় উদ্যোক্তারা

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি

বিসিক ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত হলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবাসমূহ

সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গি থেকে সাবধান

বন্ধুত্বে সরব নিরব-শখ!