আগেই জানা গিয়েছিলো বাংলাদেশ এবং কলকাতা সফরে আসতে চলেছেন গেল বছর কাতারে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ জয়ী দল আর্জেন্টিনার গোলরক্ষম এমিলিয়েনো মার্টিনেজ। তবে সেসময় জানা যায়নি এ গোলরক্ষক বাংলাদেশে কোথায় আসবেন। অবশেষে জানা গেল সব কিছু। যা কিনা জানিয়েছেন মার্টিনেজ নিজেই।
গতকাল সোমবার (২৬ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট করেছেন। সেখান থেকেই জানা গেছে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে চলেছেন আর্জেন্টাইন এ গোলরক্ষক।
পোস্টে তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩ তারিখে। সফর শুরু হবে বাংলাদেশ থেকে, যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব। আমাদের এই সাক্ষাৎ ভবিষ্যতের সমৃদ্ধ অভিজ্ঞতার সুর তৈরি করে দেবে।
এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

 
                    














 
                                     
                                     
                                     
                                    
 
                                            





