Ajker Digonto
রবিবার , ২ জুলাই ২০২৩ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

‘কাঁচা মরিচের দাম বাড়িয়েছে মন্ত্রী-নেতাদের সিন্ডিকেট’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জুলাই ২, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ

কাঁচামরিচের দাম ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধির জন্য সরকারের চিহ্নিত সিন্ডিকেটকে দায়ী করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এমন সিন্ডিকেশন কেবল দুর্বৃত্তপরায়ণ সরকার থাকলেই সম্ভব। চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের জয়-জয়কার। সরকারের মন্ত্রী ও প্রভাবশালী দলের নেতাদের জড়িত থাকার কারণে এই সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী। যে কারণে ভারতে কাঁচা মরিচের কেজি ২৫ টাকা অথচ কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি থেকে কোথাও কোথাও ১১০০-১২০০ টাকা কেজি।ঈদের ছুটির পরদিন খুলনায় একটি বাজারে ১ হাজার ২০০ টাকায় কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের ঝাঁঝে চোখের পানিতে ভাসছে সারাদেশ।

রোববার (২ জুন) সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ায় পদে পদে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে।সড়কে মৃত্যুর জন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়ী। ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবনহানি ঘটেছে। এই ঘটনা ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার এবং তাদের নির্বিকার ভূমিকার কারণে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে। পরশু একজন পুলিশ সদস্যকে মেরে ফেলেছে ছিনতাইয়ের সময়।

রিজভী বলেন, ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা দানবদের আক্রমণ থেকে কেউ রেহাই পাচ্ছে না। বিশেষ করে এই সমাজে নারীদের জীবনের যেন কোনো মূল্যই নেই। এমনই এক দুঃসময় চলছে যখন বোনকে উত্যক্ত করার কারণে বিচার চাইতে গিয়ে তরুণ খুন হয়। পিতা-মাতা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পরে জীবন হারায়। প্রতিনিয়ত নিজের বোন বা কন্যা সন্তানের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রচণ্ড নাজেহালসহ জীবন দিতে হয়।

রিজভী বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন-কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে।এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। তার এই বক্তব্যের পর থেকে হুহু করে বাড়ছে কাচা মরিচের দাম।সিন্ডিকেট কাচা মরিচ থেকে শত শত কোটি টাকা লুটপাট করে নিচ্ছে।

রিজভী যশোরে সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে আওয়ামী লীগের সরকারের নির্দেশে যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, অন্যতম সদস্য মিজানুর রহমান খানসহ যুবদল ও ছাত্রদলের ২১ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সরকারের বিরুদ্ধে সারাদেশে গড়ে ওঠা তুমুল আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে গায়েবি মামলা-গ্রেফতার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। তবে এটা করে শেষ রেহায় মিলবে না। তাদের পতন অতি সন্নিকটে। অবিলম্বে এই নেতাদের মুক্তি দাবি করেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্রতিশোধ নিল শ্রীলংকা

আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে

টুনা মাছের কাবাব বানাবেন যেভাবে

বি. চৌধুরী-কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন : খালেদার প্রস্তাবে সমর্থন

বি. চৌধুরী-কাদের সিদ্দিকীর সংবাদ সম্মেলন : খালেদার প্রস্তাবে সমর্থন

প্রধানমন্ত্রীর ভাষণের রাজনৈতিক বিশ্লেষণ : অনেক কিছু আছে কিছুই নেই।

প্রধানমন্ত্রীর ভাষণের রাজনৈতিক বিশ্লেষণ : অনেক কিছু আছে কিছুই নেই।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

২৫ হাজার ফুট উঁচু থেকে টম ক্রুজের লাফ

গুডনিউজ কার্যালয়ে ৩জন অতিথি সাংবাদিক।

গুডনিউজ কার্যালয়ে ৩জন অতিথি সাংবাদিক।