Ajker Digonto
সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

অর্থ খরচ করে বিদেশ থেকে পর্যবেক্ষক আনবে না সরকার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ

অর্থ খরচ করে সরকার বিদেশ থেকে পর্যবেক্ষক আনবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, ইউরোপিয়ান ইউনিয়ন চিঠি লিখে জানিয়েছে যে বাংলাদেশ খরচ বহন করলে তারা ছোট একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে।

ইইউ এর মতো মার্কিন পর্যবেক্ষক আসলে তাদের খরচও সরকারকে বহন করবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের ব্যয় বহন করার কোনও উদাহরণ নেই। বর্তমানে এমন কোনও পরিস্থিতি নেই যে বিদেশিদেরকে পয়সা দিয়ে পর্যবেক্ষণ করাতে হবে। লজিস্টিক সহায়তা যেটি লাগে সেটি আগেও করা হয়েছে বিভিন্ন সময়ে, সেটি অন্য বিষয়। কিন্তু পয়সা দিয়ে নিয়ে আসতে হবে নির্বাচন দেখাতে, আমার মনে হয় না আমরা সেই পর্যায়ে আছি।’

সর্বশেষ - অন্যান্য