Ajker Digonto
মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

অনলাইন অধিকার কর্মীর গ্রেফতারের দাবিতে হেফাজতের পোস্টার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ

গত কাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারাদেশের বিভিন্ন এলাকায় হেফাজত ইসলাম বাংলাদেশের কর্মীরা জন সংযোগ করে এবং জন সংযোগ চলাকালীন সময়ে তারা সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে যুক্তরাজ্য প্রবাসী ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট এমডি শাহ আলম মিয়া কে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে এক ধরনের পোস্টার লাগিয়ে দেয়।

উক্ত পোস্টার এ লিখা ছিলঃ “মহান আল্লাহ, নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারী নাস্তিক, মুরতাদ, কাফের ও ইসলামের শত্রু এমডি শাহ আলম মিয়া-কে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দাও দিতে হবে। প্রচারেঃ হেফাজত ইসলামি বাংলাদেশ”

এ বিষয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে এ ধরনের পোস্টার দেখে ব্লগার ও লেখক কমিউনিটির ব্যক্তিরা এক ধরনের চাঁপা আতঙ্কের মধ্যে আছেন। অনেকেই ভয় পেয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এমডি শাহ আলম মিয়া একজন অধিকার কর্মী। তিনি ধর্মীয় গোঁড়ামি ও সমকামী অধিকার নিয়ে সোচ্চারও বটে। ব্যক্তিগত ব্লগ ছাড়াও বিভিন্ন ম্যাগাজিন ও ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে সমাজের নানা ধরনের অসঙ্গতি, মানবাধিকার, সমকামীদের অধিকার নিয়ে নিয়মিত লেখালেখি করেন।

সর্বশেষ - বিনোদন