Ajker Digonto
সোমবার , ৯ জুন ২০২৫ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জুন ৯, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ

রাজশাহীর পুঠিয়ায় এক বিএনপি নেতার নেতৃত্বে এক কাঠ ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। পাঁচ লাখ টাকা চাঁদা না পাওয়ার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। আজ সোমবার দুপুরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

এই ব্যবসায়ীর নাম আবদুল হান্নান। তিনি উপজেলার হাতিনাদা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের একজন সমর্থক হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় নন বলে জানিয়েছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। একই সঙ্গে তিনি বানেশ্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, নন্দনপুর বাজারের চায়ের দোকানে তাঁর ছোট ছেলে তুষার আহমেদ মামাতো ভাইয়ের সঙ্গে বসে চা খাচ্ছিল। এ সময় রফিকুল ইসলামের সঙ্গে তাঁর ছেলের চোখাচোখি হয়। এতেই রফিকুল ইসলাম কী বুঝে তার ছেলেকে মারধর করেছেন। তিনি ছেলেকে সান্ত্বনা দিয়েছেন যে ওরা মেরেছে মারুক। এ নিয়ে কিছু করার দরকার নেই।

আবদুল হান্নান আরও বলেন, তাঁর বড় ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন, ছুটিতে বাড়িতে আছে। ছোট ছেলেকে মারার কিছুক্ষণ পরেই বিএনপি নেতা রফিকুল ইসলাম লোকজন সঙ্গে করে এসে তাঁর বাড়িতে হামলা চালান। বুঝতে পেরে তিনি বড় ছেলেকে নিয়ে পাশের একটি বাড়ির চাতালে পালিয়ে থাকেন। রফিকুল ইসলাম লোকজন নিয়ে বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করেছেন। যাওয়ার সময় আগুন ধরিয়ে দিয়েছেন। এতে তাঁর বাড়ির রান্নাঘর, খড়ির ঘর ও একটি ছোট ঘর পুড়ে গেছে। দুটি ছাগল ও একটি গরু পুড়ে গেছে।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। আবদুল হান্নান বলেন, ৫ আগস্টের পর রফিক মেম্বার তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। না দিলে মারার হুমকি দিয়েছিলেন, বাড়িঘর ভাঙচুর–অগ্নিসংযোগের হুমকিও দিয়েছিলেন। তিনি জবাব দিয়েছিলেন, মেরে ফেলে দিলেও তিনি চাঁদা দেবেন না।

চাঁদা দাবির কারণ জানতে চাইলে আবদুল হান্নান বলেন, রফিকুল ইসলাম বিএনপির রাজনীতি করেন আর তিনি আওয়ামী লীগের সমর্থক। তবে শুধু ভোট দেন। মিটিং–মিছিল কোথাও যান না। কেউ প্রমাণ দিতে পারবেন না। তিনি দলের সক্রিয় কোনো কর্মীও নন, শুধু ভোটার। তাতেই ওরা মনে করে যে তিনি আওয়ামী লীগ করেন। এ জন্যই তাঁর কাছে চাঁদা দাবি করেন বলে তাঁর ধারণা।

ঘটনার পর সোমবার বিকেলে আবদুল হান্নানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানের একটি ফলের গাছসহ একাংশের বাড়িঘর পুড়ে গেছে। তবে শোবার ঘরগুলো ভাঙচুর করা হলেও সেসব অংশে আগুন লাগেনি। এর আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

ঘটনার বিষয়ে স্থানীয় যুবক ইকবাল হোসেনের ভাষ্য, চায়ের দোকানে আবদুল হান্নানের ছেলে তুষার তাঁর মামাতো ভাইকে নিয়ে হাসাহাসি করছিলেন। এটা দেখেই রফিকুল ইসলাম ধারণা করেছেন তাঁকে কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে। এরপর তিনি তুষারকে মারধর করেছেন। তুষার বাড়িতে এসে বলার পর তাঁর বাবা ক্ষোভে রফিকুল ইসলামের উদ্দেশে চিল্লাচিল্লি করেন। এর কিছুক্ষণ পরেই রফিকুল ইসলাম লোকজন নিয়ে হান্নানের বাড়িতে হামলা করেন।

অভিযুক্ত রফিকুল ইসলামের বাড়ি পাশাপাশি। তাঁরা মূলত একই বংশের লোক। তাঁর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, বাড়ির প্রধান ফটকে তালা দেওয়া রয়েছে। বাড়িতে কোনো মানুষ নেই। বাড়ির মাটির দেয়ালে কুড়ালের কয়েকটি কোপ এবং টিনের চালায় একটি কোপ দেখা যায়। লোকজন বলেন, রফিক মেম্বার এগুলো দেখিয়ে তাঁদের কাছে দাবি করেছেন তাঁর বাড়িতেও হামলা চালানো হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে আবদুল হান্নানের ফোনটি বন্ধ পাওয়া যায়।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে আবদুল হান্নান বাদী হয়ে থানায় একটি এজাহার করেছেন। সেখানে রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। হামলাকারীরা তাঁদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ছাত্রদলের মানসিক রোগীর জন্য সালাউদ্দিন আম্মারের চিকিৎসার দাবিতে স্মারকলিপি
বিএনপি সরকার গেলে আলেম-ওলামাদের জন্য ভাতা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও শেয়ারবাজারে দরপতন এবং লেনদেন কমলো

রাশিয়ার দাবি, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করেছে রাশিয়া

সেপা চুক্তি হলে বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে

আফগানদের ১৬৯ রানের টার্গেট দিলো অজিরা

সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে: মির্জা ফখরুল

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ হুথির মৃত্যুদণ্ড

সরাইলের গ্রী-হাউন্ড কুকুরের বাণিজ্যিক উৎপাদন ও বাজারজাতের উদ্যোগ শুরু

পদ্মার বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি

বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের জন্য ভাতা ও কৃষকদের সহায়তা দেবে: এস.এ জিন্নাহ কবির

১৪ ঘণ্টা পর আদেশে মুক্তি পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী