ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত
ক্রাইম থ্রিলার সিরিজ ‘কোহরা’ আবারও দর্শকদের মাঝে ফিরে আসছে। টানটান উত্তেজনা আর
রহস্যে ঘেরা এই সিরিজের প্রথম সিজন ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার দ্বিতীয় সিজন
নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। বুধবার স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আনুষ্ঠানিকভাবে
এই সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে
নেটফ্লিক্সে স্ট্রিম হবে বহুল প্রতীক্ষিত ‘কোহরা টু’।
সিরিজের নতুন সিজনেও কাস্টিংয়ে থাকছে বড় চমক। এবার প্রধান চরিত্রে অভিনয় করছেন
জনপ্রিয় অভিনেতা বরুণ সোবতি এবং শক্তিশালী অভিনেত্রী মোনা সিং। নেটফ্লিক্স
কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল হ্যান্ডেলে সিরিজের দ্বিতীয় সিজনের একটি রহস্যঘেরা
পোস্টার প্রকাশ করার মাধ্যমে মুক্তির এই দিনক্ষণ নিশ্চিত করেছে। পোস্টারটি প্রকাশ
হওয়ার পর থেকেই থ্রিলারপ্রেমী দর্শকদের মাঝে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ‘কোহরা’র প্রথম সিজনটি এর গভীর কাহিনী, নির্মাণশৈলী এবং অভিনয়শিল্পীদের
দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দর্শকদের মন জয় করে নিয়েছিল। পাঞ্জাবের প্রেক্ষাপটে
নির্মিত সেই ইনভেস্টিগেটিভ ড্রামাটি ওটিটি দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের
ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও নতুন কোনো লোমহর্ষক রহস্য এবং অপরাধের গল্প নিয়ে হাজির
হবে ‘কোহরা’, যা দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
























