ঢালিউডের আলোচিত অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল সিনেমা জগত থেকে সাময়িক বিরতি নেওয়ার
ঘোষণা দিয়েছেন। মূলত নিজের তৈরি পোশাক ব্যবসায় বড় ধরণের ধস নামার কারণেই তিনি এই
কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সাভারে অবস্থিত তাঁর বিশাল শিল্প কারখানায় একসময়
প্রায় ১২ হাজার জনবল কাজ করলেও বর্তমানে সেই সংখ্যা কমে মাত্র ৪ হাজারে দাঁড়িয়েছে।
ব্যবসায়িক এই চরম সংকট কাটিয়ে ওঠাকেই এখন তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, যার
ফলে আপাতত সিনেমার রঙিন ভুবন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এই তারকা।
অনন্ত জলিল স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অভিনয় বা পেন্ডিং থাকা সিনেমার
কাজ শেষ করা নিয়ে তিনি কোনো চিন্তাই করছেন না। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন,
তিনি কখনোই সিনেমার জন্য অন্ধভাবে পাগল ছিলেন না, বরং একজন পুরোদস্তুর ব্যবসায়ী
হিসেবে শুটিংয়ের ফাঁকেও সবসময় ব্যবসার খোঁজ রাখতেন। তাঁর মতে, ব্যবসার এমন নাজুক
অবস্থায় যদি তিনি পূর্ণ মনোযোগ না দেন এবং সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, তবে সামনে
পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই ব্যবসার চাকা সচল ও স্থিতিশীল না হওয়া পর্যন্ত
তিনি সিনেমায় আর সময় দেবেন না।
২০০৮ সালে শোবিজ অঙ্গনে পা রাখা এই তারকা জানান, সিনেমা তাদের মূল পেশা নয় বরং শখের
জায়গা। তাই তিনি যখন ফিরবেন, স্ত্রী বর্ষাকে নিয়েই ফিরবেন; আর না করলে দুজনের কেউই
কাজ করবেন না। তাঁর হাতে থাকা ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’-এর মতো বড়
বাজেটের সিনেমাগুলোর কাজ বর্তমানে স্থগিত রয়েছে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে
মাসুদ রানা সিরিজের ‘চিতা’ সিনেমার মহরত হলেও শুটিং শুরু হয়নি। এই সিনেমাগুলোর
ভবিষ্যৎ সম্পর্কে অনন্ত জলিল জানিয়েছেন, যদি কখনো ব্যবসায়িক সুদিন ফিরে আসে তবেই
কাজগুলো শেষ করবেন, নতুবা প্রজেক্টগুলো আলোর মুখ দেখবে না।

























