ইউরোপের ফুটবলে দলবদলের বাজারে হিড়িক পড়েছে। কেউ নিজের ইচ্ছায় দল বদলাচ্ছে, আবার কাউকে ক্লাবের ইচ্ছায় ছাড়তে হচ্ছে। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস ক্লাব ছেড়ে দিয়েছেন। মূলত সিটির হয়ে সাম্প্রতিক মৌসুমে দলের চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি। অনিয়মিত হয়ে পড়েন একাদশে। তার অফফর্মের কারণে বিকল্প নিয়ে আসতে বাধ্য হয়েছেন পেপ গার্দিওয়ালা।
চলতি দলবদলের মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড গোলমেশিন আর্লিং হরলান্ডকে কিনেছে ম্যানসিটি। এতে জেসুসের দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেলো। সিটির সঙ্গে সমঝোতার পর স্বেচ্ছায় বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার নতুন ঠিকানা এখন আর্সেনাল।
চলতি দলবদলের মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড গোলমেশিন আর্লিং হরলান্ডকে কিনেছে ম্যানসিটি। এতে জেসুসের দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে গেলো। সিটির সঙ্গে সমঝোতার পর স্বেচ্ছায় বিদায় নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার নতুন ঠিকানা এখন আর্সেনাল।

























