খোরশেদ আলম শিমুল, চট্টগ্রাম। হাটহাজারী সমিতির ঢাকার উদ্যোগে হাটহাজারী উপজেলার জাগৃতি মিলনায়তনে জাকাত বিতরণ অনুষ্ঠান গতকাল ১৭ই অক্টোবর বিকালে হাটহাজারী সমিতির ঢাকার সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, সমিতির প্রধান উপদেষ্টা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতিক। সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদ মুরাদ ও যুগ্ম সম্পাদক সালাউদ্দীন মোঃ চৌধুরী যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম চৌধুরী, ব্যবসায়ী এম.এস. আলম শাহজাহান (শফি), জাগৃতির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক সিরাজ মেহেদী, হাটহাজারী সমিতির আনসার আলী, জাহাঙ্গীর আলম, সাইফুল্লাহ, আজীম, সোহেল, ওসমান, মনির, ওসমান, হানিফ, মামুন প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিষ্টার আনিসুল ইসলাম বলেন, দেশের শিক্ষার কোন বিকল্প নেই এবং উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য। তিনি বিসিএস এর মত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে দেশের প্রশাসনিক এবং আত্ম সামাজিক উন্নয়নের সহযোগিতা করার জন্য তথা তরুন সমাজকে আহবান জানান।
অনুষ্ঠান শেষে ১৫টি সেলাই মেশিন দুঃস্থদের মাঝে বিতরণ করেন অতিথিবৃন্দরা।