পোর্টাল বাংলাদেশ ডটকম ডেস্ক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধান থাকবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা এইচটি ইমাম।
বলেছেন, “নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনাই। যারা বর্তমানে সংসদ সদস্য, বিরোধী দলকে তাদেরই নাম প্রস্তাব করতে হবে। আর যারা ওই সরকারে থাকবেন তারা নির্বাচনেও অংশ নিতে পারবেন।
শুক্রবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর এ আয়োজিত এক টকশোতে তিনি এসব কথা বলেন।
এর আগে সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় বিরোধী দলের সদস্যও রাখা হবে।” সেই মনোনীত সদস্যদের তালিকা দিতে বিরোধী দলকে আহ্বান জানান তিনি।