উদ্দেশ্য – গোলাম রহমান জটিলতা দূর করv
২১ অক্টোবর ২০১৩। পোর্টাল বাংলাদেশ ডেস্ক :
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বিদায়ী চেয়ারম্যান গোলামরহমানের নিয়োগ ও পদায়ন সংক্রান্ত জটিলতা দূর করতে দুদক আইন সংশোধন করাহচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব সম্বলিত একটি চিঠি (ডিও লেটার)মন্ত্রিপরিষদ সচিব মো. মোশারফ
হোসেন ভূঁইঞার দফতরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দুদক চেয়ারম্যান বদিউজ্জামানের লেখাচিঠিতে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর সংশোধনকল্পে একটিবিল বর্তমান জাতীয় সংসদে বিবেচনাধীন আছে। এই আইনের আরো সংশোধন করাপ্রয়োজন।
আইনের ধারা ৬ এর বিধানে সব কমিশনারেরনিয়োগ ও মেয়াদের কথা বলা হয়েছে। উক্ত ধারার ৩ উপ-ধারায় বলা হয়েছে যে ‘কমিশনারগণ নিয়োগের তারিখ হইতে ৪ বছর মেয়াদের জন্য স্ব স্ব পদে অধিষ্ঠিতথাকিবেন’। এখানে দেখা যাচ্ছে যে নিয়োগের তারিখে অনেক সময় অনিবার্য কারণবশতযোগদান করা সম্ভব হয় না।
সাবেক চেয়ারম্যান গোলামরহমান নিয়োগের প্রায় এক মাস ২০ দিন পর যোগদান করেন। তার মেয়াদ শেষে ৪ বছরশেষ হবার সময়ে মেয়াদকাল সংক্রান্ত তার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট হয়।
এআইনগত জটিলতা দূর করার জন্য চেয়ারম্যানসহ কমিশনারগণের মেয়াদকাল নিয়োগেরতারিখ হতে না ধরে যোগদানের তারিখ হতে নির্ধারণ করা হলে এ জাতীয় জটিলতাথাকবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদক চেয়ারম্যানের এই প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।