পোর্টাল বাংলাদেশ ডেস্ক।
২৫ অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে শর্তসাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শর্তসমূহ :
১.    সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে সীমিত রাখতে হবে।
২.    ব্যানার ফেস্টুনের আড়ালে দা-বটি, কুড়াল সহ দেশীয় অস্র বহন করা যাবে না।
৩.    সমাবেশস্থলের আশেপাশে পরিচয়পত্র সহ নিজস্ব নিরাপত্তাবাহিনী রাখতে হবে।
৪.    যানবাহন চলাচলে বাধা দেয় যাবে না।
৫.    মিছিল সহকারে সমাবেশস্থলে আসা যাবে না।
৬.    সীমিত মাইক ব্যবহার করতে হবে।
৭.    বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সমাবেশের অনুমতির জন্য ডিএমপি হেডকোয়ার্টারে যান।
উল্লেখ্য, রোববার থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ।

 
                                            














 
                                     
                                     
                                     
                                    





