বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা থেকে।
বিােভ মিছিল সমাবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ১৮ দলের ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন চলছে। হরতালের সমর্থনে সকালে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও শহরের কেদারগঞ্জস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বিােভ মিছিল করে যুবদল। জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড. ওয়াহেদুজ্জামান বুলা ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. রুহুল আমিনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করেন। পরে জেলা যুবদলের একাংশের আহ্বায়ক খালেদ মাহমুদ মিল্টনের নেতৃত্বে মিছিলটি সরকার বিরোধী শ্লোগান নিয়ে শহর প্রদণিকালে আল মেরাজ হোটেলের কাছে পুলিশ মিছিলকারীদের বাঁধা দেয়। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে কয়েক দফা ধস্তাধাস্তির ঘটনা ঘটে।
হরতালে চুয়াডাঙ্গা শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, স্কুল-কলেজ বন্ধ ছিল। দুরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও নসিমন, করিমন, ইজিবাইক চলাচল করেছে।