রাজ্জাক মণ্ডল, মাগুরা থেকে।
২৮ অক্টোবর ২০১৩, হরতালের দ্বিতীয় দিনে জনমনে আতংক কিছুটা কমলেও মাগুরা শহর থেকে কোনো রুটেই দুরপাল্লার বাস চলাচল করেনি। শহরে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল কম। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে বিচ্ছিন্নভাবে দুই একটি মিছিল করেছে ১৮ দলিয় জোটের নেতাকর্মীরা। এদিকে আওয়ামীলীগের নেতাকর্মীরাও হরতাল বিরোধী বিােভ মিছিল বের করে।
১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টার হরতাল অনেকটা শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে মাগুরায়। হরতাল শুরুর আগের দিন ২৬ অক্টোবর ১৮ দলীয় জোটের নোতাকর্মীরা মিছিল করতে গেলে আওয়ামীলীগের বাধার মুখে পড়ে দিনভর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এক আওয়ামীলীগ সমর্থক মারা যায়। এসব কারণে মাগুরা শহর অশান্ত হয়ে ওঠে। শহরের চৌরঙ্গী, ভায়না মোড়, পিটিআই মোড় ও ঢাকা রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ অবস্থান নিয়েছে। আজ দুপুরে হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় বিছিন্নভাবে মিছিল করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।