পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-নোমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ছাত্রলীগ ক্যাডাররা। সোমবার দুপুর ১টার দিকে নগরীর হালিশহর নয়াবাজার বিশ্বরোড় এলাকায় পথসভা করার সময় এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় শাহীন ও নাজিমসহ ৪/৫ জন আহত হয়েছেন।এদিকে সন্ত্রাসীদের সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা।হামলার ঘটনার পর নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির মহানগর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তাৎক্ষনিক সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতারা এ কর্মসূচি ঘোষণার কথা জানান।স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি একে খোদা তোতন জানান, আব্দুল্লাহ আল নোমানকে লক্ষ্য করে যারা গুলি করেছে সেসব ছাত্রলীগ সন্ত্রাসীদের সন্ধ্যার মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে সময় দেয়া হলো। তা না হলে এসব সন্ত্রাসীকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। এদিকে নোমানকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল চলছে। নগরীর কাজীর দেউড়ি এলাকায় তাৎক্ষণিক মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।এদিকে শীর্ষ নিউজ ডটকমের সাথে টেলিফোনে আলাপকালে আব্দুল্লাহ আল নোমান বলেন, হরতালে শান্তিপূর্ণ পথসভা করার সময় পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে গুলি করেছে। ভাগ্যক্রমে আমার গায়ে গুলি লাগেনি। সন্ত্রাসীদের গুলিতে ৪/৫ জন কর্মী গুলিবিদ্ধ হয়ে আ