
লালমনিরহাট প্রতিনিধিবিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে গ্রেফতার করতে গিয়ে জনপ্রতিরোধের মুখে ফিরে এসেছে বিজিবি-র্যাব-পুলিশের বাহিনী। গতকাল তাকে গ্রেফতার করা হতে পারে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশকে প্রতিরোধ করতে দুলুর পক্ষে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। নারী-পুরুষ নির্বিশেষে সবাই সন্ধ্যার পর থেকে পাহারা দিচ্ছেন দুলুর বাসভবন। লোকজনের হাতে এ সময় বাঁশের লাঠি দেখা যায়।
সূত্র জানায়, গতকাল বিকালে জেলা বিএনপি সভাপতি, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে গ্রেফতার করা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণের মধ্যে সদর উপজেলার বড়বাড়ি এলাকায় তার গ্রামের বাড়িতে বিএনপি কর্মী-সমর্থকদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষ জড়ো হয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় তারা রাস্তায় গাছ ফেলে এবং লাঠি ও দেশি অস্ত্র নিয়ে মহেন্দ্রনগর-বড়বাড়ি, বড়বাড়ি-রংপুর, কুড়িগ্রাম-রংপুরসহ বেশ কয়েকটি সড়কের চতুর্দিকে প্রায় ২৫ কিলোমিটার জুড়ে অবস্থান নেয়। পরে দুলুকে গ্রেফতার করতে যাওয়া বিজিবি, র্যাব ও পুলিশের গাড়ি জনগণের ব্যারিকেড ভেঙে ঢুকতে না পেরে ফিরে আসে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। নেতাকর্মীরা অবরোধ অব্যাহত রেখেছেন।
লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুলুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাই ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 
                                            














 
                                     
                                     
                                     
                                    






