বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা থেকে।
গাড়ি-দোকান ভাংচুর ও খণ্ড খণ্ড মিছিল সমাবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টা হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে জামায়াত-শিবির কর্মীরা শহরের জীবননগর বাসষ্টান্ড থেকে কোট মোড় এলাকায় মিছিল বের করে।
এছাড়া সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড. ওয়াহেদুজ্জামান বুলার নেতৃত্বে বিােভ মিছিল বের করা হয়। মিছিল থেকে শহরের বড় বাজার এলাকার থেকে একটি মিষ্টির দোকান ও কয়েকটি অটোবাইক ভাংচুর করা হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক করা হয় মোস্তাবি ও অঙ্কন নামে দুই ছাত্রদল কর্মীকে। এদিকে মহিলা দল হরতালের সমর্থনে বিােভ মিছিল বের করে শহীদ হাসান চত্বর প্রদণি করেন।
এদিকে, হরতালে যে কোনো ধরনের নাশকতারোধে তৃতীয় দিনের মতো জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ।