রাজ্জাক মন্ডল, মাগুরা থেকে।
২৯ অক্টোবর ২০১৩ মঙ্গলবার, মাগুরায় পুলিশের গুলিতে মারুফ নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের মাগুরা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক সহিংসতার আশংকায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। হরতাল সমর্থকরা মিছিল বের করলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিলে উভয় পরে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
১৮ দলের ডাকা হরতালের শেষ দিনে মাগুরায় মিছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে পালিত হচ্ছে। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দামুকদিয়া বাজারে বিএনপিসহ ১৮ দলের নেতাকর্মীরা মিছিল বের করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিলে উভয় পরে মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ছাত্রদলের মারুফ নামের এক নেতা নিহত হয় এবং পুলিশের গুলিতে আরও ৫জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।