৬০ ঘন্টা হরতাল কর্মসূচি পালনকালে সারাদেশে নেতাকর্মীদের হত্যা, হামলা-মামলা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ১৮ দলীয় জোট বৃহস্পতিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে।
বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়ে বিএনপির পক্ষ থেকে অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপির সিদ্ধান্ত বিএনপি মেনে নিয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতাল শেষে গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

 
                                            















 
                                     
                                     
                                     
                                    





