কেশব কুমার বড়–য়া, বিশেষ প্রতিনিধি হাটহাজারী চট্টগ্রাম।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এর বৈদ্যুতিক ট্রান্সর্ফমার বিকল হওযায় চিকিৎসা সেবা কর্যক্রম বিঘিœত হচ্ছে। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ছাড়াও আবাসিক কর্মকর্তা কর্মচারীদের ভোগান্তি চরম আকার ধারন করছে। বিগত ঈদুল আযহার দিন বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স এর নিজস্ব ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে যায়। ট্রান্সফর্মারটি স্বাস্থ্য বিভাগের হওয়ায় বিদ্যুৎ বিভাগ এব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছেনা বলে জানা গেছে।
ট্রান্সফরমারটি সচল করার ব্যাপারে হাটহাজারী পিডিবি’র নির্বাহী প্রকৌশলী আকত আলী’র কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের  জানাান, আসলে ট্রান্সফরমারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিজস্ব। তাদের নিজস্ব খরচে বিকল ট্রান্সফরমারটি সচল করতে হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা তাদেরকে কারগরী সহযোগিতা দিতে পারি। সরকারী বিধি মোতাবেক  এর বেশি কিছু পিডিবি করতে পারেনা। পিডিবি  চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত পত্রের জবাব ইতোমধ্যে প্রদান করেছে বলে উল্লেখ করেন।
এব্যপারে চট্টগ্রামের সিভিল সার্জন  ডা. সফরাজ খান বাবুল সাংবাদিকদের ট্রান্সফর্মার প্রতিস্থাপনের ব্যাপারে যাবতীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান।

 
                                            














 
                                     
                                     
                                     
                                    





