খালেদা জিয়া ও তার দলের নেতারা মুক্তিযুদ্ধের নয় মাসকে ‘গণ্ডগোলের বছর’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
হাছান বলেন, “মুক্তিযুদ্ধ কোনো বিতর্কিত বিষয় নয়, এটি একটি প্রতিষ্ঠিত মীমাংসিত বিষয়। মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায় তাদের কথাবার্তা রাষ্ট্রদ্রোহিতার সামিল। এদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।”
এর জন্য শুধু খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় তাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা উচিৎ বলেও মনে করেন তিনি।
‘উন্নয়নের রাজনীতি, জননেত্রী শেখ হাসিনার নীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন।
বিএনপি নেতা রিজভী আহমেদের সমালোচনা করে হাছান বলেন, “রিজভী আহমেদ বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে যত বিতর্ক হবে ততই সত্য বেরিয়ে আসবে। এতেই প্রমাণিত হয় যে তারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়।”
“ভারত এবং আমেরিকায় যখন কোনো জাতীয় বিষয়ে বিতর্ক সৃষ্টি হয় তখন সকল রাজনৈতিক দল একই সিদ্ধান্তে ঐক্যবদ্ধ হয়।”
বাংলাদেশেও এমন পরিবেশ থাকা উচিৎ বলেও মনে করেন হাছান মাহমুদ।
আয়োজক সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খানেরে সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. আকতারুজ্জামান, ঢাকা মহানগর আলীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
















 
                                     
                                     
                                     
                                    





 
                                            
