Ajker Digonto
সোমবার , ২৬ আগস্ট ২০১৩ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রকাশ্য রাস্তায় ব্লগার-লেখকদের হত্যার হুমকি

প্রতিবেদক
Staff Reporter
আগস্ট ২৬, ২০১৩ ৭:৩৫ পূর্বাহ্ণ

তুহিন ইসলাম, ব্রাক্ষনবাড়িয়া থেকে

এবার ব্রাক্ষনবাড়িয়া সদর এলাকায় গতকাল রবিবার প্রকাশ্য রাস্তায় মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের শিক্ষকেরা ব্লগারদের ফাঁসী চেয়ে হুমকি দিয়েছে যা চাঞ্চল্য সৃষ্টি করেছে সেই এলাকায়। চলমান রাজনৈতিক সংকট ও ক্রমাগত ব্লগারদের গুপ্ত পদ্ধতিতে খুন করা ও হুমকি দেয়ার এমন অবস্থাতেই এই ঘটনা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। ব্রাক্ষনবাড়িয়া সদরে দারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্তমনা ব্লগারদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে  প্রকাশ্য রাস্তায় তাঁদের ফাঁসী দাবী করেছে। এই ফাঁসী দাবী করা ব্লগারদের মধ্যে ব্রাক্ষনবাড়িয়ার সনামধন্য লেখক জিয়াউল হক সহ আরো রয়েছেন শরিফুল ইসলাম, অমি রহমান পিয়াল, আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, সিনথিয়া আরেফিন প্রমুখ।

ziual-protest-againstউল্লেখ্য যে ফাঁসীর জন্য দাবী করা ব্যাক্তিদের মধ্যে জিয়াউল হক ব্রাক্ষনবাড়িয়ার চিনাইর গ্রামের একজন লেখক ও ব্লগার যিনি বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসনে রয়েছেন। তাঁর সাথে আমাদের প্রতিবেদক যোগাযোগ করবার চেষ্টা করেও ব্যার্থ হন তবে লেখকের বাবা জনাব আব্দুল অহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে তাঁর তীব্র শংকা প্রকাশ করেন। তিনি এই ব্যাপারে ব্রাক্ষনবাড়িয়া সদর থানাতে একটি জিডি করেছেন বলেও এই প্রতিবেদককে জানান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যাকান্ডে ইতিমধ্যেওই দেশের সকল ব্লগার, লেখক তথা মুক্তমনা লেখকদের মধ্যে তীব্র হতাশা ও শংকার তৈরী হয়েছে। এদের অনেকেই এখন দেশ ছেড়ে চলে গেছেন আর কেউ কেউ আত্নগোপনে রয়েছেন। নাম না প্রকাশ করার শর্তে একজন ব্লগার এই প্রতিবেদককে বলেন, “আমার ধারনা এইসকল হত্যাকান্ডের সাথে সরকারের নিবিড় যোগাযোগ রয়েছে এবং তাঁদের মদত না থাকলে খুনীরা এইভাবে নির্বিঘ্নে খুন করে পালাতে পারেনা”

উল্লেখ্য যে গত ১৫-ই  ফেব্রুয়ারী ২০১৩ সালে প্রখ্যাত মুক্তমনা লেখক রাজীব হায়দার ওরফে থাবা বাবা মিরপুরের রূপ নগরে তার নিজ বাসার সামনে খুন হন। এছাড়াও ২০০৪ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত প্রথা বিরোধী লেখক হুমায়ুন আজাদকে বাংলা একাডেমীর বইমেলার সামনে নৃসংশভাবে কুপিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় যেগুলোর বিচার আজও এই বাংলাদেশে হয়নি। বাংলাদেশেই ৯০ দশকের শুরুর দিকে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের মাথার মূল্য হাঁকেন সিলেটের ফুলতলীর পীর। তৎকালীন সময় তিনি ঘোষনা দেন যে তসলিমার মাথা কেউ কেটে এনে দিতে পারলে তিনি সেই ব্যাক্তিকে ৫০ লক্ষ টাকা পুরষ্কার দেবেন। খুন করবার প্ররোচনা দেবার পরেও বাংলাদেশে এই ফুলতলীর পীরের বিরুদ্ধে তৎকালীন সরকার কোনো ধরনের ব্যবস্থা নেয় নি। এর আগে ১৯৭৩ সালে প্রখ্যাত লেখক দাউদ হায়দারকে সামান্য একটি কবিতা লেখার দায়ে জার্মানীতে নির্বাসনে পাঠানো হয়। সেখানে তিনি আজও বসবাস করেন, দেশে ফিরে আসতে পারেন নি। একইভাবে তসলিমা নাসরিনও আজ পর্যন্ত তাঁর নিজের স্বদেশে ফিরতে পারেন নি।

প্রকাশ্য এমন মিছিল ও সমাবেশ এলাকাবাসীর মনে শংকা ও উদ্বেগের তৈরী করেছে। তাদের অনেকেই এইসব পরিস্থিতি থেকে পরিত্রান চান বলে এই আমাদের কাছে জানান। উল্লেখ্য যে এইসব খুনের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন অজানা স্থান থেকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়েছে যারা আলকায়েদার অনুসারী বলেও নিজেদের প্রচার করে যাচ্ছে। এই সমাবেশের ব্যাপারে ব্রাক্ষনবাড়িয়া সদর থানার ডিউটি অফিসার মিজান রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি এখন ব্যাস্ত আছেন বলে ফোনের লাইন কেটে দেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দোহা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এবার বলিউডে পা রাখছেন মিমি

‘১৯৫ যুদ্ধাপরাধীর দালিলিক নথি সংগ্রহ করা হচ্ছে’

‘১৯৫ যুদ্ধাপরাধীর দালিলিক নথি সংগ্রহ করা হচ্ছে’

বাবা প্রাণভিক্ষা চাননি : হুম্মাম কাদের চৌধুরী

বিশ্বজুড়ে চলছে ১০০ কোটি অ্যাপল পণ্য

দীর্ঘ হরতালে ধ্বংসের পথে পোশাক শিল্প

দীর্ঘ হরতালে ধ্বংসের পথে পোশাক শিল্প

বাংলাদেশ-ভারত চুক্তি প্রকাশের দাবি বিএনপির

খাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বেগম জিয়াকে সন্ধ্যা ৬টায় ফোন করবেন প্রধানমন্ত্রী

বেগম জিয়াকে সন্ধ্যা ৬টায় ফোন করবেন প্রধানমন্ত্রী

খেলাপি ঋণ পৌনে ৩ লাখ কোটি টাকা