Ajker Digonto
বুধবার , ১৪ মার্চ ২০১৮ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

প্রতিবেদক
Staff Reporter
মার্চ ১৪, ২০১৮ ৯:৫১ অপরাহ্ণ
নাস্তিক ম্যাগাজিনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

AIBগত ১২-ই ফেব্রুয়ারী সোমবার ঢাকা চীফ ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবুর রহমান নামের এক ব্যাক্তি ২৬ জন মুক্তমনা লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেন। “এথিস্ট ইন বাংলাদেশ” নামক একটি ম্যাগাজিনের লেখাকে কেন্দ্র করে পাবলিশার ও ম্যাগাজিনটির বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ২৯৫ ধারাতে মামলা করা হয়। এই মামলায় মূল আসামী করা হয় ইয়াজ কাওসার নামক একজন ব্যাক্তিকে এবং এই মামলার অন্য আসামীরা হচ্ছেন-

(১) পিনাকী দেব অপু (২) সৈয়দ ইশতিয়াক হোসেন শাওন (৩) মোঃ তোফায়েল হোসেন (৪) আদনান সাকিব (৫) রুজভেল্ট হালদার (৬) আবু হানিফ (৭) সৈয়দ মোহাম্মদ সজীব আবেদ (৮) সৈয়দ সানভী অনিক হোসেন (৯) এনায়েতুল হুদা (১০) নাঈমুল ইসলাম (১১) এম ডি আব্দুল্লাহ আল হাসান (১২) কাজী মোঃ সাইফুল হক (১৩) আসিফ আবরার টিটু (১৪) হুসেইন মোহাম্মদ পারভেজ (১৫) এম ডি মেহেদী হাসান (১৬) রিয়ানা ট্রিনা (১৭) মিল্টন কুমার দে (১৮) তামজিদ হোসেন (১৯) আবু তাহের মোঃ মুস্তাফা (২০) সিদ্দিকুর রহমান (২১) শাহাদাত হোসেন (২২) শারমিন খান

আমাদের আদালত প্রতিনিধির মাধ্যমে জানা যায় যে, বাদী এই উক্ত ম্যাগাজিনে আল্লাহ ও নবী-রাসুল সম্পর্কে কটুক্তি ও নোংরা ভাষার লেখা দেখতে পেয়ে আর নিজেকে সংবরন করতে পারেন নি। বাদী হাবিবুর জানান যে, এই ম্যাগাজিনে সকল লেখকদের মধ্যে একজন বিবাদী ইয়াজ কাওসার তার পূর্ব পরিচিত। ফেসবুকে সে ইয়াজের লেখা নিয়মিত লক্ষ্য করে যে কিনা ধর্ম নিয়ে তার ব্লগে ইচ্ছেমত নোংরা ভাষায় ইসলাম ধর্মের নবী, রাসুল, সাহাবা-কেরামদের বিরুদ্ধে মন গড়া কথা লিখতে থাকে। ইয়াজের এমন অবস্থা দেখার পর বাদী হাবিবুর নিজেকে আর সংবরন করতে পারেন নি আইনের আশ্রয় নেয়া ছাড়া। বাদী হাবিবুর বলেন যে, যদি ইয়াজ সহ এই ম্যাগাজিনের অন্য নাস্তিকদের আল্লাহ ও রাসুল নিয়ে এইসব নোংরা লেখা লেখার অধিকার থাকে তাহলে তারও মাওলা করে আইনের আশ্রয় চাইবার অধিকার রয়েছে। আর আইন যদি এদের বিচার না করতে পারে তাহলে এদের কাউকেই ছাড়া হবে না বলে তিনি হুশিয়ারী দেন। ছাড়া হবে না বলতে তিনি কি বুঝিয়েছেন জানতে চাইলে হাবিবুর বলেন, “সেটা সময় বলে দিবে”

এইদিকে বাদীদের সাথে নানাভাবে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তারা কোনোভাবেই এই প্রতিবেদককে সাড়া দেন নাই।

এদিকে এই ম্যাগাজিনকে নিষিদ্ধ ঘোষনার দাবী জানিয়ে হেফাজতী ইসলাম এক জরুরী সভার আয়োজন করে। এই সভায় বলা হয় যে বাংলাদেশে কোনো নাস্তিক ও মুরতাদ থাকতে পারবে না এবং অবিলম্বে এই এথিস্ট ইন বাংলাদেশের সকল প্রকাশনা নিষিদ্ধ এবং এদের ওয়েব সাইটকে বাংলাদেশ থেকে ব্যান করবারও দাবী জানানো হয় উক্ত সভাতে।

এই ঘটনায় ফেসবুকে অত্যন্ত তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের মুক্তমনা লেখকেরা এই মামলার বিরোধিতা করে বলেছেন এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয়েছে। ব্লগার ও লেখক আশরাফুল ইসলাম রাতুল বলেছেন, “এইভাবে ক্রমাগতভাবে আদালতের বা পুলিশের ভয় দেখিয়ে মুক্তমতকেই আসলে দমিত করা হয়েছে। বাংলাদেশ এখন মোল্লাদের দেশ হয়ে গেছে”

এদিকে এই ঘটনার তদন্ত ভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে আগামী ১৮ ই এপ্রিল প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তারা এই মামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হন নাই।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গাজী রাকায়েতসহ পাঁচ জন নির্মাতা পাচ্ছেন চলচ্চিত্র অনুদান

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায়: বিএনপি

এই সরকারের অধীনে মানুষ কোনো নির্বাচন চায় না: মির্জা ফখরুল

চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক হানিফ

চলে গেলেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক হানিফ

তিন মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

বিজয়ের ৫০ বছর: কোন পথে ছাত্র রাজনীতি

বিজয়ের ৫০ বছর: কোন পথে ছাত্র রাজনীতি

বগুড়ায় ১৪৪ ধারার মধ্যে বিআরডিবি অফিসে আগুন

বগুড়ায় ১৪৪ ধারার মধ্যে বিআরডিবি অফিসে আগুন

খোঁজ মিলেছে ‘পথের পাঁচালী’র প্রথম চিত্রনাট্যের

শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী: নিক্সন চৌধুরী

শেখ হাসিনা সরকার উন্নয়নে বিশ্বাসী: নিক্সন চৌধুরী