Ajker Digonto
বৃহস্পতিবার , ৭ জুন ২০১৮ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষার মানোন্নয়নে

প্রতিবেদক
Staff Reporter
জুন ৭, ২০১৮ ৮:২৫ অপরাহ্ণ

উন্নত পরিবেশে  সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিপরীতে মোট ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে দেওয়া ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী একথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য মোট ৫৩ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছি। এটি হচ্ছে কোনও খাতে আগামী অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার উন্নত পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়াশরুম-ব্লকসহ সাত হাজার প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, ৬৫ হাজার শ্রেণিকক্ষ, ১০ হাজার ৫০০ শিক্ষক কক্ষ, পাঁচ হাজার বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও ৩০ হাজার খেলার সামগ্রী বিতরণ করা হবে। আগের ধারাবাহিকতায় বিদ্যালয়বিহীন এলাকায় আরও এক হাজার বিদ্যালয় স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের সব ইউনিয়ন ও কয়েকটি শহরে আইসিটিভিত্তিক কমিউনিটি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। ৬৪ জেলায় জীবিকায়ন ও জীবনব্যাপী শিখনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে।’

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বর্তমানের মতো ভবিষ্যতেও প্রধান্য দেওয়া হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ২০০ সরকারি কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’

অভিবাসী শ্রমিকদের সংখ্যানুপাতে প্রবাসী আয়ের প্রবাহ কম মন্তব্য করে তিনি বলেন, ‘আধুনিক মাদ্রাসা শিক্ষা দীর্ঘ মেয়াদে মদ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোতে মানসম্মত কর্মসংস্থানের অনুঘটক হিসেবে কাজ করে। এ দিকে লক্ষ্য রেখে কর্মসংস্থানবান্ধব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়ানো, এ ধরনের শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে ৩৫টি মলে মাদ্রাসা স্থাপন ও ৫২টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছি। দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের উদ্যোগ নিয়েছি।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তথ্য কণিকা : ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার।

তথ্য কণিকা : ১৯৯৬ এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার।

রাগ কমেছে আলিয়ার

বুর্জ খলিফায় ‘জওয়ান’ এর ট্রেলার লঞ্চ, জানালেন শাহরুখ

চুয়াডাঙ্গায়  গাড়ি ভাংচুর সড়ক অবরোধ বিক্ষোভের মধ্য দিয়ে  চলছে  হরতালের প্রথম দিন ॥ আটক -৩  ॥  বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গায় গাড়ি ভাংচুর সড়ক অবরোধ বিক্ষোভের মধ্য দিয়ে চলছে হরতালের প্রথম দিন ॥ আটক -৩ ॥ বিজিবি মোতায়েন

রাজধানীর তিন এলাকায় বিজিবি মোতায়েন

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া

ধর্ষণের পর হত্যা : সেই দুই স্কুলছাত্রীর লাশ উত্তোলন

দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা তৈরি হয়েছে: বস্ত্র ও পাট উপদেষ্টা

তেল, চিনি, মসুর ডালের সঙ্গে টিসিবি কার্ডে যুক্ত হচ্ছে ৫ কেজি চাল

স্যরি বললেন অর্থমন্ত্রী