Ajker Digonto
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে ভাসছে সাফজয়ী নারী দল

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশকে আনন্দে ভাসানো নারী ফুটবল ভাসছে পুরস্কারের জোয়ারে। বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে সংবর্ধনা। দেশে ফিরে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নেওয়া হয় ফুটবলারদের। সেখানে দলকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলকে এক কোটি টাকা পুরস্কার দেন এই মন্ত্রণালয়ের প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সেদিনই নারী দলকে ২০ লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একদিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী দলটিকে সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যৌথ উদ্যোগে শনিবার সাবিনা-কৃষ্ণাদের এক কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

এর বাইরেও বিভিন্ন তরফ থেকে আর্থিক পুরস্কার নিশ্চিত হয়েছে নারী ফুটবলারদের। আবার কর্পোরেট হাউজ থেকেও তারা পাচ্ছেন সংবর্ধনা ও উপহার। আজও সংবর্ধনা পেয়েছেন তহুরা-মনিকারা। বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্যকে একটি করে ফ্রিজ উপহার দিয়েছে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

সংবর্ধনা ও উপহার পেয়ে সভাবতই উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ওয়ালটনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগছে। তবে পৃষ্ঠপোষকরা যদি নারী দলের ফুটবলারদের ব্যক্তিগত পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসেন, তাহলে আমরা উপকৃত হই, দেশের ফুটবলও উপকৃত হয়।’

এই অনুষ্ঠান থেকে মন ভালো হওয়ার মতো আরও বড় খবর শুনেছেন নারী ফুটবলাররা। মেয়েদের ফুটবল লিগ ও আগেই দিয়ে রাখা প্রতিশ্রুতি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন, ‘আগামী বছর যেন মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজিত হতে পারে, আমরা সেটা নিয়ে ভাবছি। মেয়েদের প্রিমিয়ার লিগ যেন আরও জমজমাট হতে পারে, আশা করব সে জন্য দেশের শীর্ষ ক্লাবগুলো এবার এগিয়ে আসবে।’

সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে ভাসছে মেয়েরা, তবে এ সময়ে তাদেরকে মাটিতে পা রাখতে বলছেন কোচ পিটার বাটলার। তিনি বলেন, ‘ফর্ম অস্থায়ী, মান স্থায়ী; মেয়েদের কথাটা মনে রাখতে হবে। তাদের এ সাফল্যে অনেকেরই অবদান আছে। সাফ জিতে আসার পর আমাদের অনেকেই উপহার দিচ্ছেন, অভিনন্দিত করছেন। এটা খুব ভালো, এতে মেয়েরা অনুপ্রাণিত হবে। তবে ওদের মাটিতে পা রাখতে হবে।’

জীবনবোধের শিক্ষা নেওয়ার কথা জানিয়ে ইংলিশ এই কোচ আরও বলেন, ‘আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, একটি ফ্রিজ বা অন্য উপহার বাজারে গিয়ে আপনি কিনতে পারবেন। কিন্তু আপনি বাজার থেকে এক বাক্স সততা কিংবা নম্রতা বা শ্রদ্ধা কিনতে পারবেন না। এ ব্যাপারগুলো সবাইকে মাথায় রাখতে হবে। সবাইকে মাটিতে পা রাখতে হবে।’

সাফ চলাকালীন ফুটবলারদের সঙ্গে বাটলারের দূরত্ব তৈরি হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সিনিয়র ফুটবলারদের তিনি পছন্দ করেন না বা তাদের খেলাতে চান না, এমন অভিযোগ করেছিলেন দলের কেউ কেউ। যদিও এসব অন্তর্কলহ পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, বাটলারের কোচিংয়েই শিরোপা জেতে বাংলাদেশ।

সাফল্য কুড়ালেও প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বাফুফে। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার বলেছেন, ‘বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এখনও কিছু সময় বাকি, আমরা বিষয়টি নিয়ে পরে ভাববো।’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

কাঁচাবাজারে হরতালের প্রভাব

কাঁচাবাজারে হরতালের প্রভাব

এবার অধিনায়ক হয়ে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতে প্রাণহানি বেড়ে ৯৯, উদ্ধার অভিযান স্থগিত

রাষ্ট্রপতি ভোটের মনোনয়ন ফরম জমার সময় শেষ হচ্ছে রোববার

ঘুম আসছে না?

সমাবেশের অনুমতি পেল ১৮ দল : তবে কিছু শর্ত মানতে হবে

সমাবেশের অনুমতি পেল ১৮ দল : তবে কিছু শর্ত মানতে হবে

ফের বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

মাদক-মামলা থেকে মুক্ত শাহরুখপুত্র

বাংলাদেশের এলডিসি উত্তরণের সুপারিশ অনুমোদন , দেশের ভাবমূর্তির সঙ্গে বাড়বে চ্যালেঞ্জও

২৮ নভেম্বর ১২ ইউপিতে ভোট, মানতে হবে যেসব নির্দেশনা