দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি তাঁর পরবর্তী মেগা প্রজেক্ট নিয়ে বড়
ধরনের ঘোষণা দিয়েছেন, যা ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর
আসন্ন এই বিগ বাজেটের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড ডিভা
দীপিকা পাড়ুকোন। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা নিশ্চিত করেছেন যে,
দীপিকা তাঁর এই নতুন প্রজেক্টের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে ছবিটির সাময়িক নাম রাখা
হয়েছে ‘এএ২২Xএ৬’, যেখানে দীপিকার পাশাপাশি প্রধান পুরুষ চরিত্রে দেখা যাবে দক্ষিণী
সুপারস্টার অল্লু অর্জুনকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন
অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন।
শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ‘জওয়ান’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দীপিকার
উপস্থিতির পর এটি হতে যাচ্ছে নির্মাতার সঙ্গে তাঁর দ্বিতীয় কাজ। জওয়ানে দীপিকার
পারফরম্যান্স ব্যাপক প্রশংসিত হয়েছিল, যা অ্যাটলিকে আবারও তাঁর প্রতি আগ্রহী করে
তুলেছে। নতুন প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক অ্যাটলি জানিয়েছেন, দীপিকা
তাঁর জন্য এক প্রকার ‘লাকি চার্ম’ বা শুভ লক্ষণ। তাঁর মতে, দীপিকা একজন অবিশ্বাস্য
অভিনেত্রী এবং তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময়ই অন্যরকম। এই প্রজেক্টের
মাধ্যমে দর্শকদের জন্য বড় কোনো চমক অপেক্ষা করছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহের অন্যতম কারণ হলো দীপিকার ব্যক্তিগত জীবন। মা হওয়ার পর
এটিই হতে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের প্রথম কাজ। এই বিরতির পর পর্দায় তাঁর
প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নির্মাতা। অ্যাটলি এক
সাক্ষাৎকারে জানিয়েছেন, মাতৃত্বের পরবর্তী এই ইনিংসে দর্শক একেবারে নতুন এক
দীপিকাকে আবিষ্কার করবে। যদিও সিনেমার মূল কাহিনী বা দীপিকার চরিত্র সম্পর্কে এখনও
বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ভিজ্যুয়ালের বিশালত্ব এবং তারকাদের
উপস্থিতির কারণে এখনই একে ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করছেন
চলচ্চিত্র বিশ্লেষকরা।
অ্যাটলির পরিচালনা মানেই যে পর্দায় একটি মহাকাব্যিক আবহের সৃষ্টি হওয়া, তা তাঁর
আগের সিনেমাগুলোতেই প্রমাণিত হয়েছে। ‘এএ২২Xএ৬’ সিনেমাটি নিয়ে আল্লু অর্জুনের
ভক্তদের মাঝেও রয়েছে প্রচণ্ড উদ্দীপনা, কারণ এটি অল্লু অর্জুনের ক্যারিয়ারের প্রথম
প্রজেক্ট যেখানে তিনি অ্যাটলির নির্দেশনায় কাজ করবেন। সব মিলিয়ে অল্লু অর্জুনের
স্টাইল, অ্যাটলির নির্মাণশৈলী এবং দীপিকার গ্ল্যামার ও অভিনয়ের মেলবন্ধন ভারতীয়
বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে। খুব শীঘ্রই সিনেমার নাম এবং
অন্যান্য কলাকুশলীদের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা যাচ্ছে।
























